ট্রেনের টিকিট কাটার অ্যাপস কোনটি জানুন
এখন থেকে যাত্রীরা রেলওয়ের ই-টিকিট ওয়েবসাইটের পাশাপাশি “রেল সেবা” অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটতে পারবেন। জানুন ট্রেনের টিকিট কাটার অ্যাপস রেল সেবা আসল অ্যাপস কোনটি?
আপনারা হয়তো জানেন আগে ট্রেনের ই-টিকিট কাটার জন্য ই-টিকিট ওয়েবসাইট eticket.railway.gov.bd ব্যবহার করা হতো। বর্তমানে ট্রেনের টিকিট কাটার নতুন অ্যাপস “রেল সেবা” উদ্বোধন করেছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেল সেবা (Rail Sheba) অ্যাপসটি তৈরি ও ব্যবস্থাপনার কাজ করেছে বাংলাদেশ রেলওয়ে ই-টিকেটিং পার্টনার সহজ.কম।
বর্তমানে Rail Sheba অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্যা হলো বিভিন্ন মানুষ Rail Sheba অ্যাপস এর মতো অনেক গুলো অ্যাপস তৈরি করে Google play store পাবলিশ করে রাখছে।
এজন্য কোনটা ট্রেনের টিকিট কাটার আসল অ্যাপস সেটা অনেক খুঁজে পাচ্ছে না। যার ফলে অনেকে হয়রানির শিকার হচ্ছে। তাই নিচে থেকে আমরা আসল অ্যাপস কোনটা সেটা জেনে নিবো।
বিজ্ঞপ্তি: ঈদের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১৪ জুন। ঈদে শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। দুই শিফটে সকাল ৮টায় পশ্চিমঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় পূর্বাঞ্চলের বিক্রি করা হবে।
ট্রেনের টিকিট কাটার অ্যাপস কোনটি? (Rail ticket app)
Google play store গিয়ে Rail Sheba লিখে সার্চ করলে অনেক গুলো অ্যাপস চলে আসে। এই অ্যাপস গুলোর মধ্যে কোনটা ইনস্টল করবো এটা নিয়ে অনেকে চিন্তিত হয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কাটার আসল অ্যাপের নিচে Bangladesh Railway লেখা থাকবে। এই লেখাটি দেখে তারপর অ্যাপস ইনস্টল করবেন।
রেল সেবা অ্যাপে রেজিষ্ট্রেশন করার নিয়ম
রেল সেবা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে হলে অবশ্যই আপনাকে অ্যাপে রেজিষ্ট্রেশন করতে হবে। মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজে রেজিষ্ট্রেশন করতে পারেন।
চলুন নিচে থেকে ছবি সহ রেল সেবা অ্যাপে রেজিষ্ট্রেশন করার প্রক্রিয়া জেনে আসি।
- Full Name: এখানে আপনার সম্পূর্ণ নাম ইংরেজি লিখতে হবে।
- Email: ইমেইল নাম্বার লিখুন।
- Mobile Number: সচল মোবাইল নম্বর লিখুন।
- Confirm Mobile Number: পুনরায় একই মোবাইল নম্বর লিখুন।
- Identification Type: জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর যেকোনো একটি লিখুন।
- Select Date of Birth: জন্ম তারিখ সিলেক্ট করুন।
- Postal Code: পোস্ট কোড নম্বর লিখুন
- Address: সম্পূর্ণ ঠিকানা লিখুন।
- Password: পাসওয়ার্ড লিখুন।
- Confirm Password: একই পাসওয়ার্ড আবার লিখুন।
- Photo: নিজের একটি ছবি আপলোড করুন।
- শেষে REGISTRATION অপশনে ক্লিক করুন।
রেল সেবা অ্যাপে আপনার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এবার আপনি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করুন।
অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করার নিয়ম
রেল সেবা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট ক্রয় করার জন্য প্রথমে রেল সেবা অ্যাপে লগইন করুন। এবার টিকিট কাটার অপশন দেখতে পাবেন।
- FROM: আপনি যে রেল স্টেশন থেকে যাত্রা শুরু করতে চান।
- TO: যে স্টেশনে যাত্রা শেষ করতে চান।
- CLASS: কোন ক্লাসের সিট বুকিং করতে চান।
- JOURNEY DATE: কত তারিখে ট্রেনের টিকিট কাটতে চান।
- SEARCH TRAINS: ট্রেন সার্চ করুন।
এবার আপনি টিকিটের বিষয় সকল তথ্য দেখতে পাবেন। তাছাড়া TRAIT DETAILS অপশনে ক্লিক করে ট্রেনের সকল তথ্য জেনে নিতে পারবেন।
এরপর ট্রেনের সিট বুকিং করার অপশন দেখতে পাবেন। সিট বুকিং করার পরে সবুজ কালার দেখাবে। তারপর নিচে থেকে Process অপশনে ক্লিক করলে পেমেন্ট অপশন দেখতে পাবেন।
মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ এবং ডেবিট / ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার ইমেইল নাম্বারে ট্রেনের টিকিট পাঠিয়ে দিবে। তাছাড়া অ্যাপ থেকে ও টিকিট ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করা ট্রেনের টিকিট আপনি প্রিন্ট করে নিয়ে নিদিষ্ট তারিখে উক্ত রেল স্টেশন থেকে ট্রেন ভ্রমণ করতে পারবেন।
ট্রেনের টিকিট ভেরিফাই করার নিয়ম (Verify Ticket)
আপনার ক্রয় করা ট্রেনের টিকিট সঠিক কিনা সেটা ভেরিফাই করার জন্য উক্ত টিকিটে থাকা PNR Number / Ticket Number এবং আপনার মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করে দেখতে পাবেন।
- PNR/Ticket Number: টিকিটে থাকা PNR/Ticket Number যেকোনো একটি লিখুন।
- Mobile Number: আপনার মোবাইল নম্বর লিখুন।
- Verify Ticket অপশনে ক্লিক করুন।
আপনার ক্রয় করা ট্রেনের টিকিট ভেরিফাই হয়েছে কিনা সেটা দেখতে পাবেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম ট্রেনের টিকিট কাটার অ্যাপস আসল কোনটা এবং কিভাবে রেল সেবা অ্যাপে রেজিষ্ট্রেশন এবং টিকিট ক্রয় করতে হবে সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন।
FAQ
রেল সেবা অ্যাপে টিকিট কাটার চার্জ কত?
Rail Sheba App থেকে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে ২০ টাকা চার্জ দিতে হবে। এই চার্জ পেমেন্ট করার সময় কেটে নেওয়া হবে।
কিভাবর ট্রেনের টিকিট কাটার অ্যাপস ডাউনলোড করব?
ট্রেনের টিকিট কাটার অ্যাপ ডাউনলোড করার জন্য Play store গিয়ে সার্চ করুন Rail Sheba লিখে। প্রথমে অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপের নিচে Bangladesh Railway লেখা রয়েছে কিনা অবশ্যই দেখে ডাউনলোড করবেন।
ট্রেনের টিকিট কাটার ওয়েবসাইট কোনটি?
রেল সেবা অ্যাপস এর পাশাপাশি ওয়েবসাইট eticket.railway.gov.bd থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন।