Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় ২০২৪

বর্তমানে ইউরোপ মহাদেশে এমন অনেক দেশ রয়েছে যেখানে যাওয়ার জন্য আপনার বাধ্যতামূলক Ielts করতে হবে। আবার ইউরোপ মহাদেশে এমন অনেক দেশ রয়েছে যেখানে যাওয়ার জন্য আপনার Ielts লাগবে না। আজকের আলোচনায় আমরা জানবো Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়।

Ielts ছাড়া কোন কোন দেশে যাওয়া যায় এটা জানার আগে আপনাকে জানতে Ielts কি এবং কেন Ielts করতে হয় সেই সম্পর্কে।

Ielts কি বা কাকে বলে (What is Ielts)

Ielts হলো সংক্ষিপ্ত যার পূর্ণরূপ হলো International English Language Testing System System. এর মানে হলো ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা।

পৃথিবীর সকল দেশের মাতৃভাষা ইংরেজি নয়। তাই বিভিন্ন দেশের মানুষের ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করার প্রয়োজন হয়। Ielts করলে আপনি আন্তর্জাতিক ভাবে ইংরেজি ভাষায় দক্ষতার স্বীকৃতি পাবেন।

বর্তমান সময় ইউরোপের অধিকাংশ দেশ গুলোতে Ielts বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের বাংলাদেশে Ielts প্রশিক্ষন এবং পরিচালনা করার জন্য ব্রিটিশ কাউন্সিল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে।

Ielts কেন করবেন

আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে Ielts ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে যাওয়া যায় তাহলে কেন Ielts করবো? বর্তমানে ইউরোপের অধিকাংশ দেশে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই Ielts করতে হবে।

Ielts হলো অস্ত্রের মতো। যুদ্ধে যদি আপনার কাছে অস্ত্র থাকে তাহলে খুব সহজে আপনি জয়লাভ করতে পারবেন। ঠিক একই ভাবে আপনার কাছে যদি Ielts থাকে তাহলে ইউরোপের যেকোনো দেশে ভিসা, জব, স্কলারশিপ সহজে পেয়ে যাবেন।

এই সকল দিক বিবেচনা করে দেখা যায় যারা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই Ielts করতে হবে।

Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় ২০২৪

Ielts ছাড়া ইউরোপের অনেক গুলো দেশে যাওয়া যায়। নিচে উল্লেখ করা ইউরোপের দেশ গুলোতে যেতে আপনাকে Ielts করতে হবে না।

  • ইতালি
  • ফ্রান্স
  • পর্তুগাল
  • পোল্যান্ড
  • হাঙ্গেরি
  • সার্ভিয়া
  • ক্রোয়েশিয়া
  • রোমানিয়া
  • বুলগেরিয়া
  • গ্রিস
  • মাল্টা

উপরে উল্লেখ করা ইউরোপের দেশ গুলোতে যাওয়ার জন্য Ielts বাধ্যতামূলক নয়। তবে এই সকল দেশ গুলোতে যেতে আপনার MOI দরকার হবে।

MOI কি

MOI একটি সংক্ষিপ্ত রূপ, যার পূর্ণরূপ হলো Medium Of Instruction. যার মাধ্যমে আপনার পূর্বের ডিগ্রি গুলো কোন ভাষায় সম্পন্ন করেছেন সেটি নিশ্চিত করা।

আপনার যদি MOI এবং Ielts দুইটাই করেন তাহলে ইউরোপের দেশ গুলোতে ভিসা পেতে খুব সহজ হবে।

শেষ কথা

আজকে আমরা জানলাম Ielts ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় উক্ত দেশ গুলোর নাম। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

FAQ

Ielts ছাড়া কোন কোন দেশে যাওয়া যায়?

আইইএলটিএস ছাড়া ইউরোপের অনেক দেশের যাওয়া যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু দেশের নাম হলো ফ্রান্স, ইতালি, পর্তুগাল, পোল্যান্ড, হাঙ্গেরি, সার্ভিয়া, গ্রিস, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া সহ আরো বিভিন্ন দেশে যাওয়া যায়।

Ielts করে কোন কোন দেশে যাওয়া যায়?

Ielts করে আপনি ইউরোপের সকল দেশে যেতে পারবেন। যেমন আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি সহ আরো বিভিন্ন দেশে।

ইউরোপ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য পড়ুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *