ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করার নিয়ম
ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক এবং মেডিকেল এসিস্টেন্ট রেজিষ্ট্রেশন চেক করার মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন ডাক্তার বা এসিস্টেন্ট ভুয়া কিনা।
গ্রাম গঞ্জে বা শহরের বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার আসে। অনেক সময় শোনা যায় অনেক ডাক্তার ভুয়া। ভুয়া ডাক্তার যদি রোগীদের সেবা প্রদান করে তাহলে রোগীদের জীবননাশক হতে পারে।
তাই আমাদের সকলের উচিত কোনো অপরিচিত ডাক্তার দেখানোর আগে অবশ্যই ডাক্তারের সম্পর্কে ভালো ভাবে খোঁজ খবর নেওয়া উচিত। অথবা ডাক্তারের BM&DC (Bangladesh Medical and Dental Council) রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ভেরিফাই করে দেখে নেওয়া উচিত।
যেকোনো বিএমডিসি নিবন্ধিত ডাক্তার এবং মেডিকেল এসিস্টেন্ট ভুয়া কিনা যাচাই করার উপায় নিচে উল্লেখ করা হয়েছে।
বিএমডিসি রেজিষ্ট্রেশন কি
বিএমডিসি রেজিষ্ট্রেশন হলো Bangladesh Medical and Dental Council (BMDC) এর অধিনে একজন ডাক্তার বা ডেন্টিস্টের নিবন্ধন। এই রেজিষ্ট্রেশন এর মাধ্যমে একজন ডাক্তার বা ডেন্টিস্টকে বাংলাদেশ চিকিৎসা পেশায় অনুশীলন করার অনুমতি প্রদান করে।
একজন ডাক্তার বা ডেন্টিস্টকে বিএমডিসি রেজিষ্ট্রেশন এর জন্য নিচের শর্তাবলী গুলো পূরণ করতে হবে।
- বিএমডিসি অধীনে পেশাদার পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বাংলাদেশের যেকোনো একটি স্বীকৃত মেডিকেল বা ডেন্টাল কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
- বিএমডিসি অধীনে মেডিকেল বা ডেন্টাল ইন্টার্নশীপ সম্পন্ন করতে হবে
BMDC ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক করার নিয়ম | BM&DC Doctor Verification
বিএমডিসি নিবন্ধিত ডাক্তার ভুয়া কিনা যাচাই করার জন্য নিচের ধাপ গুলো অনুসারণ করুন।
- প্রথমে ভিজিট করুন BM&DC Doctor Verification এই লিংকে।
- এবার ৬ ডিজিটের বিএমডিসি নিবন্ধন নম্বর লিখুন।
- এমবিবিএস হলে MBBS অথবা ডেন্টিস্ট হলে BDS সিলেক্ট করুন।
- সঠিক Captcha Code লিখুন।
- শেষে Search অপশনে ক্লিক করুন।
আপনার প্রদান করা ডাক্তারের বিএমডিসি রেজিষ্ট্রেশন নম্বর সঠিক থাকলে ডাক্তারের নাম, ছবি, ডিগ্রীসহ সকল তথ্য দেখতে পাবেন। এছাড়া ডাক্তারের রেজিষ্ট্রেশন চালু (Active) রয়েছে কিনা সেটাও দেখতে পাবেন।
ডাক্তারের রেজিষ্ট্রেশন নাম্বার কোথায় পাবেন
ডাক্তারের রেজিষ্ট্রেশন নাম্বার আপনারা ডাক্তারের ভিজিটিং কার্ড, চেম্বার অথবা সাইন বোর্ড পাবেন। সেখান থেকে আপনারা BMDC Registration Number সংগ্রহ করে চেক করতে পারবেন।
যদি দেখেন কোনো ডাক্তারের ভিজিটিং কার্ড, চেম্বার অথবা সাইন বোর্ডে বিএমডিসি রেজিষ্ট্রেশন নাম্বার নেই তখন উক্ত ডাক্তার সম্পর্কে সন্দেহ করা যায়। প্রয়োজনে তাদের চেম্বারে যোগাযোগ করে বিএমডিসি রেজিষ্ট্রেশন নাম্বার জেনে নিন।
মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিষ্ট্রেশন চেক করার নিয়ম
আপনি যদি কোনো মেডিকেল অ্যাসিস্টেন্ট রেজিষ্ট্রেশন চেক করতে চান তাহলে www.bmdc.org.bd ওয়েবসাইট ভিজিট করুন। এবার উপরের মেন্যুবার থেকে FIND REGISTRATION MEDICAL ASSISTANT অপশনে ক্লিক করুন।
এরপর রেজিষ্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড লিখে সার্চ মেডিকেল অ্যাসিস্টেন্ট অপশনে ক্লিক করলে মেডিকেলে অ্যাসিস্টেন্ট এর বিস্তারিত তথ্য চেক করে দেখতে পারবেন।
শেষ কথা
আজকের আর্টিকেলে আমরা জানলাম ডাক্তার রেজিস্ট্রেশন নম্বর চেক (BM&DC doctor Verification) সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।
বর্তমানে গ্রাম বা শহরে এমন অনেক ভুয়া ডাক্তার রোগীদের ঠকাচ্ছে। তাই আমার বিশেষ অনুরোধ আপনি পোস্টটি ফেসবুকে শেয়ার করবেন। যাতে মানুষ উপকৃত হয়, ধন্যবাদ।
ধন্যবাদ । অনেক তথ্য পূর্ণ একটি পোস্ট করার জন্য।
থ্যাংকস