বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৪
বিকাশ একাউন্ট খোলার পরে সেই একাউন্ট থেকে অন্য বিকাশ একাউন্টে লেনদেন করার জন্য বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম জানা অবশ্যক।
কিভাবে বিকাশ একাউন্ট থেকে অন্য বিকাশ একাউন্টে টাকা পাঠানো যায় কোনো ধরনের সমস্যা ছাড়াই সেই সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করবো।
মূলত আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে বিকাশ অ্যাপ এবং বিকাশ মেন্যু কোড এই দুইটা উপায় ব্যবহার করে বিকাশ একাউন্ট থেকে টাকা পাঠানো যায়।
বিকাশে টাকা পাঠানোর নিয়ম ২০২৪
বিকাশে টাকা পাঠানোর জন্য বিকাশ অ্যাপস লগইন করে সেন্ড মানি অপশনে ক্লিক করুন। এরপর বিকাশ নাম্বার লিখে পরবর্তী ধাপে টাকার পরিমান লিখুন। এরপর বিকাশ পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলে টাকার পাঠানোর কাজ সম্পন্ন হবে।
বিকাশ অ্যাপ এর মাধ্যমে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
বিকাশ অ্যাপ এর মাধ্যমে টাকা লেনদেন করার জন্য প্রথমে আপনার মোবাইলে বিকাশের অফিসিয়াল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করুন।
এরপর আপনার বিকাশ একাউন্ট অ্যাপে লগইন করুন। লগইন করার পরে ড্যাশবোর্ডে অনেক গুলো অপশন দেখতে পাবেন।
যেহেতু আপনি বিকাশে টাকা পাঠাতে চাচ্ছেন এজন্য একাউন্টের ড্যাশবোর্ডে গিয়ে “সেন্ড মানি” অপশনে ক্লিক করুন।
এরপর আপনি যে বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চান উক্ত নাম্বারটি লিখুন। অথবা যদি উক্ত বিকাশ নাম্বার ফোনে সেভ করা থাকে তাহলে সিলেক্ট করুন।
এরপর পরবর্তী অপশনে কত টাকা পাঠাতে চান উক্ত টাকার পরিমান লিখুন। আপনি সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং সর্বনিন্ম ১ টাকা পাঠাতে (সেন্ড মানি) করতে পারবেন।
পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর লিখে “সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন” অপশনে হোল্ড করে ধরে রাখলে বিকাশে টাকা পাঠানোর কাজ সম্পন্ন হয়ে যাবে।
উপরে উল্লেখিত উপায়ে আপনারা খুব সহজে বিকাশ অ্যাপস এর মাধ্যমে টাকা লেনদেন সম্পন্ন করতে পারবেন।
বিকাশ অ্যাপস থেকে Send Money করার জন্য প্রত্যেক বার ৫ টাকা চার্জ কেটে নেওয়া হবে। তবে আপনি চাইলে প্রিয় নাম্বার সেট করে নিলে সম্পন্ন ফ্রিতে Send Money করতে পারবেন।
বিকাশ মেন্যু কোড এর মাধ্যমে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
বিকাশ মেন্যু কোড এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য আপনার বিকাশ একাউন্ট নাম্বার থেকে ডায়াল করুন *247# নাম্বারে। এরপর নিচের নিয়ম গুলো অনুসারণ করুন।
- প্রথমে ডায়াল করুন *247# নাম্বারে।
- এরপর 1 নম্বরে অপশন Send Money অপশন সিলেক্ট করুন।
- এরপর Enter Received bkash Account No অপশনে যে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে চান উক্ত নাম্বার লিখুন।
- এরপর Enter Amount অপশনে কত টাকা পাঠাতে চান তার পরিমান লিখুন।
- এরপর Enter Reference অপশনে আপনার নাম বা যেকোনো সংখ্যা লিখুন।
- এরপর আপনার বিকাশ একাউন্ট পিন নম্বর লিখে সেন্ড করলে টাকা পাঠানো সম্পন্ন হবে।
বিকাশ মেন্যু কোড এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রত্যেক বার Send Money করার জন্য ৫ টাকা চার্জ কেটে নিবে।
শেষ কথা
আজকে আমরা জানলাম বিকাশ অ্যাপস এবং বিকাশ মেন্যু কোড দিয়ে বিকাশে টাকা পাঠানোর নিয়ম। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন।
FAQ (প্রশ্ন উত্তর)
বিকাশে সর্বনিন্ম কত টাকা সেন্ড মানি করা যায়?
বিকাশে সর্বনিন্ম ০ টাকা সেন্ড মানি করা যায়। এক্ষেত্রে অবশ্যই বিকাশ অ্যাপস ব্যবহার করুন এবং সেন্ড মানি করার জন্য প্রিয় নাম্বার সেট করুন।
বিকাশে টাকা পাঠানোর খরচ?
বিকাশে টাকা পাঠানোর জন্য প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া ১০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করার জন্য কোনো চার্জ প্রযোজ্য হবে না এবং প্রতিমাসে বিকাশ প্রিয় নাম্বার ছাড়া সেন্ড মানি করার জন্য ১০১ টাকা থেকে ২৫০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি খরচ প্রত্যেক বার ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।
বিকাশ সেন্ড মানি ফ্রি?
বিকাশ সেন্ড মানি ফ্রি প্রিয় নাম্বার ছাড়া ১০১ টাকা থেকে ২৫০০০ টাকা পর্যন্ত প্রত্যেক বার ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।
বিকাশ সেন্ড মানি হাজারে খরচ কত?
বিকাশ সেন্ড মানি হাজারে খরচ প্রিয় নাম্বার ছাড়া ৫ টাকা। মাসে ১০০ টাকা পর্যন্ত সেন্ড মানিতে চার্জ কাটা হয় না।
কিভাবে বিকাশ প্রিয় নাম্বার করবেন?
বিকাশ প্রিয় নাম্বার করার জন্য বিকাশ অ্যাপস থেকে সেন্ড মানি অপশনে প্রিয় নাম্বার সেভ করুন অপশনে ক্লিক করে নাম্বার লিখুন। এরপর বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে ট্যাব করলে বিকাশ প্রিয় নাম্বার হয়ে যাবে।