সাকুরা পরিবহনের অনলাইন টিকেট বুকিং করার নিয়ম

সাকুরা পরিবহনের অনলাইন টিকেট বুকিং করার নিয়ম, সাকুরা পরিবহন কাউন্টার নম্বর এবং বিভিন্ন কাউন্টার থেকে পরিবহন ছাড়ার সময়সূচী সম্পর্কে জানুন।

আপনারা যারা বরিশাল গিয়েছেন বা নতুন যেতে যাচ্ছে তারা সবাই একনামে সাকুরা পরিবহনের সার্ভিস সম্পর্কে জানেন। ঢাকা টু বরিশাল যতগুলো বাস সার্ভিস রয়েছে তাদের মধ্যে সেরা বলা যায় সাকুরা পরিবহন।

বিভিন্ন উদযাপনের সময় সকল ধরনের পরিবহন গুলোতে প্রচুর চাপ থাকে। তখন সাধারণ টিকেট পেতে কষ্টকর হয়ে যায়।

তাছাড়া অনেকে আছেন ব্যাস্ততার কারণে কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করতে করতে পারবেন না। যাত্রীদের এই সব কথা চিন্তা করে সাকুরা পরিবহন কর্তৃপক্ষ অনলাইন টিকেট বুকিং করার সুবিধা দিয়েছে। 

আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে সাকুরা পরিবহনের অনলাইন টিকেট বুকিং করতে হবে বা অনলাইন টিকিট কাটতে হবে এবং পেমেন্ট বিকাশে পরিশোধ করবেন।

সাকুরা পরিবহনের অনলাইন টিকেট বুকিং করার নিয়ম | Sakura paribahan online ticket booking bd

সাকুরা পরিবহন অনলাইন টিকিট বুকিং করার জন্য ভিজিট করুন https://www.sakuraparibahanbd.com এই ওয়েবসাইটে।

Leaving from অপশনে আপনি কোথায় থেকে যাত্রা করতে চান সিলেক্ট করুন। Going To অপশনে কোথায় যেতে চান সিলেক্ট করুন।

Departing On অপশনে কত তারিখে যাত্রা করতে চান সিলেক্ট করুন। Coach Type অপশনে এসি বা ননএসি পরিবহনে যেতে চান সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করে পরিবহন সিলেক্ট টিকিট বুকিং করুন এবং পেমেন্ট বিকাশ করুন।

সাকুরা পরিবহনের অনলাইন টিকেট আরো সহজে বুকিং করার সম্পর্কে জানতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

ধাপ ১ : সাকুরা পরিবহন ওয়েবসাইটে প্রবেশ করুন

আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে অনলাইন টিকিট বুকিং করার জন্য ভিজিট করুন https://www.sakuraparibahanbd.com.

ধাপ ২ : পরিবহন সার্চ করুন

যাত্রার জন্য পরিবহন সার্চ করার জন্য আপনি কোথায় থেকে কোথায় যেতে চান এবং কত তারিখে যেতে চান বিস্তারিত তথ্য লিখতে হবে। যেমন,

  • Leaving From : আপনি কোন কাউন্টার থেকে পরিবহনে যাত্রা শুরু করতে চান সিলেক্ট করুন। 
  • Going To : কোথায় যাত্রা শেষ করতে চান অর্থাৎ কোন কাউন্টারে নামবেন সিলেক্ট করুন।
  • Departing On : যে তারিখে যাত্রা করতে চান সিলেক্ট করুন। 
  • Coach Type : এসি পরিবহন নাকি ননএসি পরিবহনে যাত্রা করতে চান সিলেক্ট করুন। 
  • শেষে Search অপশনে ক্লিক করুন।

ধাপ ৩ : আপনার তথ্য দিয়ে টিকেট বুকিং করুন

আপনার রুটের অনেক গুলো বাস দেখতে পাবেন। নিজের পছন্দ এবং যাত্রার সময় অনুযায়ী বাস সিলেক্ট করুন।

বাম পাশ থেকে আপনার পছন্দসই সিট সিলেক্ট করুন। এবার আপনার পারসোনাল ইনফরমেশন নাম, মোবাইল নম্বর, ইমেইল, জেন্ডার, এড্রেস, জাতীয়তা, কোন কাউন্টার থেকে যাত্রা শুরু করবেন এবং কোন কাউন্টারে যাত্রা শেষ করবেন, পেমেন্ট মেথড ইত্যাদি লিখে Confirm অপশনে ক্লিক করুন।

ধাপ ৪ : পেমেন্ট করুন

এবার আপনাকে টিকেট কনফার্ম করার জন্য পেমেন্ট করতে হবে। কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

যে মেথডে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে Pay now অপশনে ক্লিক করে পেমেন্ট করুন।

ধাপ ৫ : টিকেট সংগ্রহ করুন

পেমেন্ট করার পরে আপনার ইমেইলে টিকেটের একটি কপি পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনি উক্ত ব্রাউজার থেকে টিকেট সংগ্রহ করে নিতে পারবেন। উক্ত টিকেট প্রিন্ট করে নিবেন।

এছাড়া আপনি চাইলে সহজ.কম ওয়েবসাইটের মাধ্যমে সাকুরা পরিবহন অনলাইন টিকিট বুকিং করতে পারবেন।

সাকুরা পরিবহন কাউন্টার নম্বর

  • প্রধান কার্যালয় গাবতলি ঢাকা 01729 556677
  • সায়েদাবাদ, ঢাকা 01190 689387
  • সাভার, ঢাকা 01711 519191
  • নবীনগর, ঢাকা 01190 901177
  • ভূরঘাটা 01712 255857
  • টরকি 01728 482112
  • গৌরনদী 01195 438208
  • উজিরপুর 01716 242019
  • বরিশাল 01712 618924
  • রূপাতলী 01712 308942
  • বানারীপাড়া 01716 589089
  • ঝালকাঠি 01712 073084
  • রাজাপুর 1724 768808
  • পিরোজপুর 01711 965181
  • ভান্ডারিয়া 01716 919389
  • শিয়ালকাঠি 01711 381618
  • মঠবাড়িয়া 01716 114167
  • চরখালী 01713 951258
  • সাফা 01713 950555
  • আমতলী 01716 553141
  • পটুয়াখালী 01718 925124
  • লেবুখালী 01717 996069
  • বরগুনা 01712 986024
  • কুয়াকাটা 01726 518490
  • বাগেরহাট 01711 010450
  • ফকিরহাট 01198 234145
  • সাইনবোর্ড 01721 046377
  • শাখরিয়া 01718 121491
  • খেপুপাড়া 01713 927377

সাকুরা পরিবহন ঢাকা টু বরিশাল সময়সূচী

যাতায়াতের স্থান গন্তব্য সময়
টেকনিক্যাল, ঢাকা বরিশাল টার্মিনাল কাউন্টার ০৬:৪৫ মিনিট
টেকনিক্যাল, ঢাকা বরগুনা ৭:০০ মিনিট
টেকনিক্যাল, ঢাকা ঝালকাঠি কাউন্টার ০৭:৪৫ মিনিট
রাইনখোলা, ঢাকা রবগুনা ৮:০০ মিনিট

সাকুরা পরিবহন ঢাকা টু কুয়াকাটা সময়সূচী

আপনারা যারা সাকুরা পরিবহনে ঢাকা থেকে কুয়াকাটা যেতে চান তারা খুব সহজে যেতে পারবেন। এজন্য উপরের ঢাকা কাউন্টার থেকে টিকিট বুকিং করে বা অনলাইনে মাধ্যমে টিকেট বুকিং করে যেতে পারবেন।

সাকুরা পরিবহন পটুয়াখালী

আপনারা যারা পটুয়াখালী থেকে সাকুরা পরিবহনের টিকিট বুকিং করতে চাচ্ছেন তারা পটুয়াখালী সাকুরা পরিবহন কাউন্টারে ফোন (01718 925124) করে টিকিট বুকিং করতে পারবেন।

ই টিকিট সম্পর্কে আরো তথ্য পড়ুন

        শেষ কথা

        আজকে আমরা জানলাম সাকুরা পরিবহনের অনলাইন টিকেট বুকিং করার নিয়ম সম্পর্কে। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন।

        Similar Posts

        2 Comments

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *