জাপান থেকে আমেরিকার দূরত্ব কত কিলোমিটার
আজকের আর্টিকেলে আমরা জানবো জাপান থেকে আমেরিকার দূরত্ব কত কিলোমিটার, বিমানে যেতে কত ঘন্টা সময় লাগে এবং বিমান ভাড়া কত টাকা।
আপনারা যারা জাপান থেকে কাজের জন্য বা পড়াশোনা করার জন্য আমেরিকা যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন জাপান থেকে আমেরিকার দূরত্ব কত মাইল বা কিলোমিটার।
জাপান বিশ্বের উন্নত এবং শান্তির দিক থেকে অনেকটা এগিয়ে। তাছাড়া জাপান টেকনোলজি, গাড়ি এবং মেশিন / যন্ত্রপাতির দিক থেকে অন্যতম।
জাপান থেকে আমেরিকার দূরত্ব কত কিলোমিটার
গুগল ম্যাপের তথ্য অনুযায়ী জাপান থেকে আমেরিকার দূরত্ব 10,144 কিলোমিটার। মাইল হিসাব করলে জাপান থেকে আমেরিকার দূরত্ব 6,304 মাইল এবং নটিক্যাল মাইল হিসাবে 5,378 নটিক্যাল মাইল।
জাপান থেকে আমেরিকার বিমান ভাড়া কত টাকা
জাপান থেকে আমেরিকার বিমান ভাড়া নন স্টপ ফ্লাইট Economy class 2,54,761 টাকা, Business Class 644,583 টাকা এবং অন স্টপ ফ্লাইট Economy class 1,30,864 টাকা, Business Class 278,986 টাকা।
জাপান থেকে আমেরিকা যাওয়ার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির বিমান রয়েছে। একেক বিমানের ভাড়া একেক রকম কম বেশি হয়ে থাকে।
জাপান থেকে আমেরিকা যেতে কত সময় লাগে
জাপান থেকে আমেরিকা যেতে বিমানে নন স্টপ ফ্লাইটে ১২ ঘন্টা ৪০ মিনিট সময় লাগে এবং অন স্টপ ফ্লাইট জাপান থেকে আমেরিকা যেতে ২৩ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে।
শেষ কথা
আজকে আমরা জানলাম জাপান থেকে আমেরিকার দূরত্ব কত কিলোমিটার, বিমান ভাড়া কত টাকা এবং বিমানে যেতে কত ঘন্টা সময় লাগে। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।