|

পাসপোর্ট নম্বর দ্বারা এনজাজ ভিসা চেক করা | enjaz visa checking by passport number

জানুন কিভাবে অনলাইনে পাসপোর্ট নম্বর দ্বারা এনজাজ ভিসা চেক করা (enjaz visa checking by passport number) সেই সম্পর্কে।

ইন্টারনেটের মাধ্যমে এখন প্রায় সব দেশের ভিসা চেক করা যায়। আপনার ভিসা আসল কি নকল সেটা খুব সহজে অনলাইনের মাধ্যমে চেক করে জেনে নিতে পারবেন।

ভিসা চেক করার মাধ্যমে জানতে পারবেন ভিসা কোন কোম্পানি, ভিসার ধরণ এবং ভিসার মেয়াদ কতদিন সেই সম্পর্কে। 

বর্তমানে এনজাজ (enjazit) ভিসা চেক করার ওয়েবসাইট enjazit.com.sa পরিবর্তন হয়ে নতুন ভিসা চেক করার ওয়েবসাইট visa.mofa.gov.sa করা হয়েছে।

তাহলে চলুন এনজাজ ভিসা চেক করার নতুন ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে হবে সেই সম্পর্কে জেনে আসি।

পাসপোর্ট নম্বর দ্বারা এনজাজ ভিসা চেক করা  (enjaz visa checking by passport number)

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার জন্য ভিজিট করুন – https://visa.mofa.gov.sa/Home/Index

এখানে Inquiry type থেকে Visa Application সিলেক্ট করে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার লিখুন। এরপর নিচের ক্যাপচা কোড সঠিক ভাবে পূরণ করুন। শেষে সার্চ অপশনে ক্লিক করলে ভিসার সকল তথ্য দেখতে পাবেন।

সৌদি আরবের এনজাজ ভিসা চেক করার ওয়েবসাইট পরিবর্তন হয়ে নতুন visa.mofa.gov.sa করে হয়েছে। তাই আপনার যদি সৌদি ভিসা ষ্ট্যাম্পিং চেক করতে সমস্যা হয় তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

#ধাপ ১ – এনজাজ ভিসা চেক করার ওয়েবসাইটে প্রবেশ করুন – visa.mofa.gov.sa

আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে visa.mofa.gov.sa লিংক ভিজিট করুন।

আরবি ভাষা থেকে ইংরেজি ভাষা সিলেক্ট করার জন্য E অপশনে ক্লিক করুন। ইংরেজি ভাষাতে আপনার বুঝতে সুবিধা হবে।

#ধাপ ২ – ভিসা চেক করুন

E অপশনে ক্লিক করার পরে একটি পেজ দেখতে পাবেন।

  • Inquiry type অপশন থেকে Visa Application সিলেক্ট করুন।
  • Application Number – আবেদন ফর্মে থাকে এপ্লিকেশন নাম্বার লিখুন। 
  • Passport Number – আপনার Passport number লিখুন। 
  • Image Code – সংখ্যা ক্যাপচা সঠিক ভাবে লিখুন।
  • শেষে Search অপশনে ক্লিক করুন।

#ধাপ ৩ – সৌদি এনজাজ ভিসা তথ্য যাচাই করুন

পাসপোর্ট নম্বর দ্বারা এনজাজ ভিসা চেক করার মাধ্যমে ভিসার আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। আপনার ভিসা যদি ইস্যু (Approve) হয় তাহলে ভিসা নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ভিসা কোম্পানি এবং আপনার তথ্য দেখতে পাবেন।

এই একই উপায় আপনি সৌদি আরবের ওয়ার্ক ভিসা, মোফা ভিসা চেক করতে পারবেন।

সৌদি এনজাজ ভিসা বাংলা অনুবাদ করুন

সৌদি আরবের এনজাজ, মোফা ভিসা, ওয়ার্ক ভিসা সহ অন্যান্য ভিসার তথ্য গুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরবিতে লেখা থাকবে।

কোম্পানি নাম এবং কাজের পেশা আরবিতে লেখা থাকে। আপনার যদি আরবি ভাষা না জানা থাকে থাকে তাহলে আরবি লেখা কপি করে গুগলে পেষ্ট করে ইংরেজি অনুবাদ লিখে সার্চ করুন।

তাহলে সহজে আপনার কোম্পানি এবং কাজের ধরন বা পেশা জানতে পারবেন। এভাবে Google translator এর মাধ্যমে যেকোনো ভাষাকে অনুবাদ করা সম্ভব।

শেষ কথা

আজকে আমরা জানলাম পাসপোর্ট নম্বর দ্বারা এনজাজ ভিসা চেক করা (enjaz visa checking by passport number) করার নিয়ম সম্পর্কে। 

এই সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।

FAQ (প্রশ্ন উত্তর)

এনজাজ ভিসা চেক করার ওয়েবসাইট কোনটি?

বর্তমানে সৌদি আরব এনজাজ ভিসা চেক করার পুরাতন ওয়েবসাইট enjazit.com.sa পরিবর্তন হয়েছে। তাই সৌদি এনজাজ ভিসা চেক করতে visa.mofa.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।

পাসপোর্ট ও ভিসা সম্পর্কে আরো তথ্য জানুন 

                    Similar Posts

                    Leave a Reply

                    Your email address will not be published. Required fields are marked *