আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি | How many states in USA
আজকের আর্টিকেলে আমরা জানবো আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি, যুক্তরাষ্ট্র কয়টি দেশ নিয়ে গঠিত এবং সর্বশেষ অঙ্গরাজ্য কোনটি সহ আরো গুরুত্বপূর্ণ তথ্য।
মার্কিন যুক্তরাষ্ট্র যাকে বিশ্বের অধিকাংশ মানুষ আমেরিকা নামে চেনেন। যার ইংরেজি নাম ইউনাইটেড স্টেট অব আমেরিকা (United States of America).
মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও এর আরো বেশ কিছু নাম রয়েছে। এই নাম গুলো হলো The USA, America, U.S। আমরা হয়তো একেক জন একেক নামে চিনি।
আমেরিকা বিশ্বের সবচেয়ে উন্নত, শক্তিশালী এবং বৃহত্তর দেশ হিসেবে অনেকে জানতে চেয়েছেন আমেরিকার অঙ্গরাজ্য কয়টি এবং তাদের নাম সম্পর্কে।
নিচে আমেরিকার মোট কয়টি অঙ্গরাজ্য রয়েছে এবং তাদের নামের তালিকা উল্লেখ করা হয়েছে।
আমেরিকার অঙ্গরাজ্য কয়টি | How many states in USA
বর্তমানে আমেরিকার মোট অঙ্গরাজ্য ৫০ টি। নিচে আমেরিকার মোট ৫০ টি অঙ্গরাজ্যের নাম এবং প্রতিটি অঙ্গরাজ্যের পৃথক নামের তালিকা উল্লেখ করা হয়েছে।
ক্রমিক নং | অঙ্গরাজ্য | পৃথক নাম |
১ | ক্যালিফোর্নিয়া | গোল্ডেন স্টেট |
২ | আরকানসাস | ন্যাচারাল স্টেট |
৩ | কানেকটিকাট | নাটমেগ স্টেট |
৪ | কলোরাডো | সেন্টিনিয়াল স্টেট |
৫ | ফ্লোরিডা | সানশাইন স্টেট |
৬ | ডেলাওয়ার | ডায়মন্ড স্টেট |
৭ | হাওয়াই | অ্যালোহা স্টেট |
৮ | জর্জিয়া | পিচ স্টেট |
৯ | ইলিনয় | ল্যান্ড অব লিঙ্কন |
১০ | আইডাহো | জেম স্টেট |
১১ | ইন্ডিয়ানা | হোসিয়ার স্টেট |
১২ | ক্যানসাস | সানফ্লাওয়ার স্টেট |
১৩ | আইওয়ার | কর্ন স্টেট |
১৪ | লুইজিয়ানা | পেলিকান স্টেট |
১৫ | কেন্টাকি | ব্লুগ্রাস স্টেট |
১৬ | মেরিল্যান্ডন | ফ্রি স্টেস |
১৭ | মেইন | পাইন ট্রি স্টেট |
১৮ | মিশিগান | ওলভারিন স্টেট |
১৯ | ম্যাসাচ্যুসেটস | বে স্টেট |
২০ | মিসিসিপি | ম্যাগনোলিয়া স্টেট |
২১ | মিনেসোটা | নর্থ স্টার স্টেট |
২২ | মন্টানা | বিগ স্কাই কান্ট্রি |
২৩ | মিজৌরি | শো মি স্টেট |
২৪ | নেভাদা | সিলভার স্টেট |
২৫ | নেব্রাস্কা | বিফ স্টেট |
২৬ | নিউ জার্সি | গার্ডেন স্টেট |
২৭ | নিউ হ্যাম্পশায়ার | গ্রানাইট স্টেট |
২৮ | নিউইয়র্ক | অ্যাম্পায়ার স্টেট |
২৯ | নিউ মেক্সিকো | সাসশাইন স্টেট |
৩০ | নর্থ ডাকোটা | পিস গার্ডেন স্টেট |
৩১ | নর্থ ক্যারোলিনা | টার হিল স্টেট |
৩২ | ওকলাহোমা | সুনার স্টেট |
৩৩ | ওহাইয়ো | সুনার স্টেট |
৩৪ | পেনসিলভেনিয়া | কিস্টোন স্টেট |
৩৫ | ওরিগন | বিভার স্টেট |
৩৬ | সাউথ ক্যারোলিনা | পামেটো স্টেট |
৩৭ | সাউথ ডাকোটা | দ্য মাউন্ট রাশমোর স্টেট |
৩৮ | রোড আইল্যান্ড | লিটল স্টেট |
৩৯ | টেক্সাস | লোন স্টার স্টেট |
৪০ | টেনেসি | ভলান্টিয়ার স্টেট |
৪১ | ভারমন্ট | গ্রিন মাউন্টেইন স্টেট |
৪২ | ইউতাহ | বিহাইভ স্টেট |
৪৩ | ওয়াশিংটন ডিসি | এভারগ্রিন স্টেট |
৪৪ | ভার্জিনিয়া | মাদার অব প্রেসিডেন্টস |
৪৫ | উইজকনসিন | আমেরিকা’স ডেইরি ল্যান্ড |
৪৬ | ওয়েস্ট ভার্জিনিয়া | মাউন্টেইন স্টেট |
৪৭ | অ্যারিজোনা | গ্রান্ড ক্যানিয়ন স্টেট |
৪৮ | আলাবামা | দ্য হার্ট অফ ডিক্সি |
৪৯ | আলাস্কা | দ্য লাস্ট ফ্রন্টিয়ার |
৫০ | আলাবামা | দ্য হার্ট অফ ডিক্সি |
যুক্তরাষ্ট্রের ৫০ তম অঙ্গরাজ্য কোনটি
আমেরিকাতে মোট ৫০ টি অঙ্গরাজ্য রয়েছে। এর মধ্যে ৫০ তম অঙ্গরাজ্য হলো হাওয়াই। ১৯৫৯ সালে হাওয়াই অঙ্গরাজ্য আমেরিকার সাথে যুক্ত হয়।
আমেরিকার দক্ষিণ পশ্চিমাংশে এই অঙ্গরাজ্য অবস্থিত। বর্তমানে হাওয়াই অঙ্গরাজ্যের গর্ভনর হিসাবে ডেভিদ ইগে নিযুক্ত আছেন।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য কোনটি
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য হলো আলাস্কা। এই অঙ্গরাজ্যটি ১৯৫৯ খ্রীস্টাব্দের ৩ জানুয়ারি গঠিত হয়। আলাস্কা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে যুক্ত হওয়ার পর্বে রাশিয়ার একটি রাজ্য ছিলো।
কিন্তু, সেই সময় আলাস্কাতে বসবাস করা অনেক কষ্টকর ছিলো। তাছাড়া সেখানে কোনো ধরনের প্রাকৃতিক উৎস ছিলো না। এজন্য রাশিয়া আলাস্কা অঙ্গরাজ্য বিক্রি করার সিদ্ধান্ত নেয়।
এই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র উক্ত অংশটি চুক্তির মাধ্যমে কিনে নেয়। তারপর থেকে আমেরিকার বৃহত্তর অঙ্গরাজ্য হয়ে যায় আলাস্কা।
যুক্তরাষ্ট্র কয়টি দেশ নিয়ে গঠিত
মার্কিন যুক্তরাষ্ট্র (United States of America) উত্তর আমেরিকা মহাদেশের ৫০ টি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রী জেলা, ৫ টি টেরিটোরি এবং কিছু মাইনর আউটলেয়িং দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।
শেষ কথা
আজকে আমরা জানলাম আমেরিকার অঙ্গরাজ্য কয়টি ও কি কি, সবচেয়ে বড় অঙ্গরাজ্য এবং সর্বশেষ অঙ্গরাজ্য সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন।
FAQ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি?
USA বা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ৫০ টি। এই ৫০ টি অঙ্গরাজ্যের নাম এবং তাদের পৃথক নাম উপরে উল্লেখ করা হয়েছে।
আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয় কত সালে?
আমেরিকা ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণ করেন। প্রত্যেক বছর ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মদিন পালন করা হয়। এর কিছু দিন পরে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নাম করা হয়।
যুক্তরাষ্ট্র কোন দেশ?
মার্কিন যুক্তরাষ্ট্র (ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা) উত্তর আমেরিকা মহাদেশের ৫০ টি অঙ্গরাজ্য, একটি যুক্তরাষ্ট্রী জেলা, ৫ টি টেরিটোরি এবং কিছু মাইনর আউটলেয়িং দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত একটি সাংবিধানিক প্রজাতন্ত্র।
আমেরিকা কোথায় অবস্থিত?
আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে আটলান্টিক মহাসাগর। আমেরিকার উত্তর সীমান্তে কানাডা এবং দক্ষিণ সীমান্তে মেক্সিকো অবস্থিত।