ইতালি ভিসা আবেদন লিংক ২০২৪

আপনারা যারা ইতালি যেতে চাচ্ছেন তারা কিভাবে ইতালি ভিসার জন্য আবেদন করবেন এবং ইতালি ভিসা আবেদন লিংক কোথায় পাবেন জানুন।

ইতালি বাংলাদেশ এম্বাসি থেকে এক বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে ফ্লুসি ডিক্রির আওতায় ইতালিতে মৌসুমি ভিসা (সিজনাল ভিসা) এবং নিয়মিত ভিসায় (নন সিজনাল ভিসা) বাংলাদেশ সহ ৩৩ টি দেশ থেকে ৪৪ হাজার কর্মী নিবে ইতালি।

আপনারা যারা সিজনাল ভিসায় এবং নন সিজনাল ভিসায় ইতালি যেতে চাচ্ছেন তাদের আবেদন শুরু ২৭ মার্চ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা ইতালি যেতে চাচ্ছেন কিন্তু কিভাবে ইতালি ভিসার আবেদন করতে হবে এবং ইতালি ভিসা আবেদন লিংক কোনটা জানেন না।

ইতালি ভিসা আবেদন করার নিয়ম ২০২৪

ইতালি যাওয়ার জন্য আপনারা দুই ভাবে ভিসা আবেদন করতে পারবেন। প্রথম উপায় হলো ইতালিতে যদি আপনার কোনো আত্মীয় স্বজনরা থাকে তাহলে তাদের মাধ্যমে খুব সহজে ভিসা আবেদন করতে পারবেন।

দ্বিতীয় উপায় হলো কোনো এজেন্সি এর মাধ্যমে চুক্তি করে ভিসা আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি নিজে নিজে ইতালি ভিসা আবেদন করতে পারবেন।

ইতালি ভিসা আবেদন লিংক ২০২৪ (italy visa application link)

আপনারা যারা সিজনাল ভিসা এবং নন সিজনাল ভিসায় ইতালি যেতে চাচ্ছেন তারা বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা আবেদন করতে পারবেন। আপনারা চাইলে নিজে নিজে এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ন করতে পারবেন।

ইতালি ভিসা আবেদন করার জন্য https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa এই লিংকে ক্লিক করুন। এবার নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন সেখান থেকে ইতালি ভিসা আবেদন করতে পারবেন।

italy visa application

এই আবেদন করার জন্য আবেদনকারী বা মালিকের খরচ হবে ১৬ ইউরো (বাংলাদেশী টাকায় প্রায় ১৯০০ টাকা)। আবেদন দাখিলের জন্য ইতালির কোনো হেল্প ডেস্ক এর সাহায্য নিলে তার সার্ভিস চার্জ বাবদ ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে আপনার মোটা ৩০০ ইউরো পর্যন্ত খরচ হতে পারে। এছাড়া আপনার আর কোনো অতিরিক্ত খরচ নেই।

মনে রাখবেন ইতালি ভিসা আবেদন করা মানে আপনি ইতালি যেতে পারবেন সেটা কিন্তু নয়। আপনাকে আগে নির্বাচিত হতে হবে।

ইতালি ভিসা আবেদন ফরম ২০২৪

ইতালি ভিসা আবেদন ফরম বা আবেদন করার জন্য visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa এই লিংকে যান।

ইতালি ভিসা কত প্রকার

  • স্পন্সর ভিসা।
  • স্টুডেন্ট ভিসা। 
  • ওয়ার্ক পারমিট ভিসা।
  • টুরিস্ট ভিসা।
  • ফ্যামিলি ভিসা।
  • কৃষি ভিসা।

এছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে। তবে বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ ইতালি যায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করার উদ্দেশ্যে।

ইতালি ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • বৈধ পাসপোর্ট। 
  • জাতীয় পরিচয়পত্র।
  • শিক্ষাগত যোগ্যতার সনদ।
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
  • আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  • করোনাভাইরাস টিকা কার্ড।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

শেষ কথা

আজকে আমরা জানলাম ইতালি ভিসা আবেদন লিংক কোনটি এবং কিভাবে আবেদন করবেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের জন্য শেয়ার করবেন।

FAQ

ইতালি ভিসা আবেদন লিংক ২০২৪?

ইতালি ভিসা আবেদন করার জন্য visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

ইতালি ভিসা কবে খুলবে ২০২৪?

বর্তমানে ইতালি ভিসা খোলা বা চালু রয়েছে। আপনারা যারা ইতালি যেতে চাচ্ছেন তারা ভিসা আবেদন করতে পারবেন।

ইতালি সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *