NID সার্ভারে অনুপ্রবেশ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

জানুন কিভাবে এনআইডি NID সার্ভারে অনুপ্রবেশ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে জাতীয় পরিচয়পত্র (NID) সার্ভারে কারও পাসওয়ার্ড ব্যবহার করে অন্য কেউ যদি অনুপ্রবেশ করে তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বায়ী করে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুশিয়ারি দেওয়া হয়েছে।

সম্প্রতি সময় এই সংক্রান্ত নিদের্শনা দিয়ে মাঠ কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে বলে সুনিশ্চিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

উক্ত চিঠিতে বলা হয়েছে প্রশিক্ষণ, মিটিং বা ছুটিতে থাকার কারণে অনেক সময় উপজেলা নির্বাচন কর্মকর্তারা তাদের সিএমএসের সার্ভার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) নিজের অফিসের অন্য কোনও কর্মকর্তা, ডাটা এন্টি অপারেটর বা অফিস সহকারীদের সাথে শেয়ার করেন।

অনেক ক্ষেত্রে উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজের উদ্দেশ্য হাসিল করতে পারে, যার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিতে হবে।

এমন ভাবে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা হয় এবং অভিযোগ প্রমাণিত হয় তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ধারা ১৭, ১৮, ২২, ২৩ অনুসারে আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে।

এই সমস্যা এড়াতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সিএমএস এ লগইন করার জন্য যে ইউজার ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে উক্ত ইউজার ও পাসওয়ার্ড প্রত্যেক মাসে কমপক্ষে একবার পরিবর্তন করার জন্য এবং নিজের একাউন্টের বিষয় সচেতন হওয়ার জন্য বলা হয়েছে।

এছাড়া ইসি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে নিজের একাউন্ট, পাসওয়ার্ড এবং ওটিপি (OTP) কোনো ভাবে অন্য কর্মকর্তা বা কর্মচারীদের সাথে শেয়ার না করা এবং লগইন করার সময় ব্রাউজারে ইউজার এবং পাসওয়ার্ড সেভ না করে রাখার জন্য।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *