রকেট ক্যাশ আউট চার্জ কত প্রতি হাজারে

আপনারা যারা ডাচ বাংলা ব্যাংক এর রকেট একাউন্ট ব্যবহার করেন তাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন রকেট ক্যাশ আউট চার্জ কত টাকা।

বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান গুলোর মধ্যে রকেট অন্যতম। বলা যায় বিকাশ, নগদ এর পরপরই রকেট এর অবস্থান। তাছাড়া দিন দিন রকেট একাউন্ট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

রকেট একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। যার মাধ্যমে আপনারা খুব সহজে এক স্থান অন্য স্থানে টাকা আদান-প্রদান করা যায়। তাছাড়া রকেট একাউন্টের মাধ্যমে বিনা খরচে বিদ্যুৎ বিল, পানি বিল, মোবাইল রিচার্জ করা যায়।

আপনার রকেট একাউন্ট থেকে ৩ টি উপায় ক্যাশ আউট করতে পারবেন। একেক উপায় ক্যাশ আউট চার্জ একেক রকম হবে।

  1. রকেট এজেন্ট থেকে
  2. ডাচ বাংলা ব্যাংক এর এটিম থেকে
  3. ডাচ বাংলা ব্যাংক এর যে কোনো ব্রাঞ্চ থেকে

নিচে থেকে জেনে আসি ৩ টি উপায় রকেট ক্যাশ আউট চার্জ (Rocket cash out charge) প্রতি হাজরে কত টাকা?

রকেট এজেন্ট থেকে রকেট ক্যাশ আউট চার্জ

আপনি যদি রকেট এর যে কোনো এজেন্ট থেকে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে খরচ হবে ১৬.৭০ টাকা। অর্থাৎ রকেট থেকে যেকোনো এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করলে ১৬.৭০ টাকা চার্জ কেটে নেওয়া হবে।

ডাচ বাংলা এটিএম বুথ থেকে রকেট ক্যাশ আউট চার্জ (DBBL Rocket Cash Out Change from ATM Booth)

আপনি যদি ডাচ বাংলা ব্যাংক এর যেকোনো এটিম (ATM) বুথ থেকে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে মাত্র ৯ টাকা খরচ হবে। অর্থাৎ Dutch Bangla Bank এর ATM থেকে ১০০০ টাকা তুলতে মাত্র ৯ টাকা খরচ হবে।

মনে রাখবেন রকেট একাউন্ট থেকে ডাচ বাংলা এটিএম বুথ এর মাধ্যমে আপনাকে সর্বনিন্ম ৫০০ টাকা তুলতে হবে। ৫০০ টাকার কম আপনি টাকা তুলতে পারবেন না।

Dutch Bangla Branch থেকে রকেট ক্যাশ আউট চার্জ কত

আপনি যদি Rocket একাউন্ট থেকে যেকোনো Dutch Bangla Bank এর Branch এর থেকে ১০০০ টাকা ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে মাত্র ৯ টাকা খরচ হবে।

ডাচ বাংলা ব্যাংক এর ব্রাঞ্চ থেকে টাকা তুলার সুবিধা হলো আপনি যেকোনো পরিমান টাকা তুলতে পারবেন। আপনি ইচ্ছে করলে সর্বনিন্ম ২০ টাকা ও Branch তুলতে পারবেন।

রকেট একাউন্ট দুই ভাগে ভাগ করা হয়েছে। 

  1. পারসোনাল রকেট একাউন্ট 
  2. রকেট সেলারি একাউন্ট 

পারসোনাল রকেট একাউন্ট থেকে ক্যাশ আউট চার্জ কত

পারসোনাল রকেট একাউন্ট থেকে যেকোনো এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১৬.৭০ টাকা খরচ হবে।

রকেট সেলারি একাউন্ট থেকে ক্যাশ আউট চার্জ কত

রকেট সেলারি একাউন্ট থেকে যেকোনো এজেন্ট নাম্বারে ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে (১০০০) মাত্র ৯ টাকা।

রকেট সেলারি একাউন্ট থেকে ডাচ্ বাংলা ATM বুথ এর মাধ্যমে ক্যাশ আউট চার্জ

আপনার যদি রকেট সেলারি একাউন্ট থাকে তাহলে ডাচ বাংলা ব্যাংকের যেকোনো এটিএম বুথ থেকে টাকা তোলা একদম ফ্রি। অর্থাৎ সেলারি একাউন্ট থেকে ATM বুথের মাধ্যমে টাকা তুলতে কোনো টাকা চার্জ লাগবে না।

ডাচ্ বাংলা ব্রাঞ্চ থেকে সেলারি একাউন্ট এর টাকা তোলার খরচ

যেকোনো ডাচ বাংলা ব্রাঞ্চ থেকে সেলারি একাউন্ট এর টাকা তুলতে প্রত্যেক বার ১০ টাকা খরচ হবে। আপনি যে কয় বার ব্রাঞ্চ টাকা তুলবেন  প্রতিবার ১০ টাকা করে খরচ হবে।

আপনি ৫০০ টাকা তুললেও ১০ টাকা চার্জ কেটে নেওয়া হবে। আবার ৫০ হাজার টাকা তুললেও ১০ টাকা চার্জ কেটে নেওয়া হবে।

Rocket Cash Out Change Personal Account

এক নজরে রকেট পারসোনাল একাউন্ট থেকে ক্যাশ আউট চার্জ দেখে নিন।

মাধ্যমহাজারেচার্জ/খরচ
ডিবিবিএল এজেন্টহাজারে১৬.৭০ টাকা
ডিবিবিএল এটিএমহাজারে ৯ টাকা
ডিবিবিএল ব্রাঞ্চহাজারে৯ টাকা
Rocket Cash Out Change Personal Account

Rocket Cash Out Change Salary Account

এক নজরে রকেট সেলারি একাউন্ট থেকে ক্যাশ আউট চার্জ বা খরচ দেখে নিন।

মাধ্যমহাজারেচার্জ/খরচ
ডিবিবিএল এজেন্টহাজারে৯ টাকা
ডিবিবিএল এটিএমহাজারেচার্জ/খরচ লাগবে না
ডিবিবিএল ব্রাঞ্চহাজারে ১০ টাকা
Rocket Cash Out Change Salary Account

শেষ কথা

আজকে আমরা জানলাম রকেট ক্যাশ আউট চার্জ বা খরচ প্রতি হাজারে (১০০০) কত টাকা। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

FAQ

রকেটে হাজারে খরচ কত

রকেটে হাজারে খরচ ১৬.৭০ টাকা পারসোনাল একাউন্ট থেকে, সেলারি একাউন্ট থেকে হাজারে খরচ ৯ টাকা। ডাচ বাংলা এটিএম বুথ থেকে হাজারে খরচ ৯ টাকা এবং ব্রাঞ্চ থেকে খরচ ১০ টাকা।

রকেট ক্যাশ ইন চার্জ কত?

ক্যাশ ইন করতে কোনো চার্জ লাগে না। ক্যাশ ইন সাধারণত এজেন্ট নাম্বার থেকে করা হয়। এজেন্ট নাম্বারে ছাড়া ক্যাশ ইন অপশন থাকে না।

রকেট সেন্ড মানি চার্জ কত?

রকেট একাউন্ট থেকে ইউএসডি ডায়াল করে সেন্ড মানি একদম ফ্রি। তাছাড়া রকেট অ্যাপস থেকেও সেন্ড মানি চার্জ লাগে না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *