আমেরিকা টুরিস্ট ভিসা খরচ ২০২৪ (US tourist visa fees)
আপনারা যারা আমেরিকা ভ্রমন করতে চান তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন আমেরিকা টুরিস্ট ভিসা খরচ এবং ইন্টারভিউ তে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়?
পৃথিবীর উন্নত দেশ গুলোর মধ্যে আমেরিকা অন্যতম। আমাদের মধ্যে অধিকাংশ মানুষের স্বপ্ন আমেরিকা ভ্রমন করার। ২০২৩ সালে আপনারা কম খরচে আমেরিকা টুরিস্ট ভিসা নিয়ে আমেরিকা ভ্রমন করতে পারবেন।
টুরিস্ট ভিসায় আমেরিকা যাওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমেরিকা যাওয়ার জন্য ব্যাংক ব্যালেন্স বা স্টেটমেন্ট অবশ্যই ভালো হতে হবে। ব্যাংক স্টেটমেন্ট ভালো না হলে আপনি আমেরিকা টুরিস্ট ভিসা পাবেন না।
তাছাড়া অনলাইন DS-160 ফরমে আপনার ইনকাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং DN-601 ফরমে আপনার পেশা উল্লেখ করতে হবে।
আমেরিকা টুরিস্ট ভিসা খরচ ২০২৪ (US tourist visa fees)
আমেরিকা অ-অভিবাসী ভিসার জন্য আবেদন ফি ১৬০ ডলার। এর মাধ্যমে টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা এবং বিনিময় ভিসার জন্য আবেদন করতে পারবেন।
পিটিশন ভিত্তিক ভিসা যেমন কাজের ভিসা এবং ধর্মীয় ভিসা ১৯০ ডলার। কে ভিসা খরচ ২৬৫ ডলার এবং ই ভিসা খরচ ২০৫ ডলার।
নিচে আমেরিকা টুরিস্ট ভিসা খরচ ও ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে।
Amount (USD$) | Amount (BDT) | Visa Type | Description |
160$ | 17,197 | B | Business / Tourist |
160$ | 17,197 | D | Ship / Airline Crew |
160$ | 17,197 | C-1 | Transit |
160$ | 17,197 | F | Student (Academic) |
160$ | 17,197 | I | Journalist and media |
160$ | 17,197 | J | Exchange Visitors |
160$ | 17,197 | M | Student (Vocational) |
160$ | 17,197 | T | Victim of human trafficking |
160$ | 17,197 | TN/TD | NAFTA professionals |
160$ | 17,197 | U | Victim of criminal activity |
190$ | 20,421 | H | Temporary / seasonal workers and employment, trainees |
190$ | 20,421 | L | Intracompany transferees |
190$ | 20,421 | O | Persons with extraordinary ability |
190$ | 20,421 | P | Athletes. Artists & entertainers |
190$ | 20,421 | Q | International cultural exchange |
190$ | 20,421 | R | Religious worker |
205$ | 22,030 | E | Treaty trader/investor, australian professional specialty |
265$ | 28,483 | K | Fiance or spouse of U.S citizen |
আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং ২০২৪
আমেরিকা টুরিস্ট ভিসা প্রসেসিং হতে ৩ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত সময় লাগে। টুরিস্ট ভিসার মেয়াদ প্রায় ৬ বছর পর্যন্ত থাকে। ভিসার মেয়াদ শেষ হলে পরবর্তীতে আবার রিনিউ করে নিতে পারবেন।
আমেরিকা টুরিস্ট ভিসা রিনিউ করতে ৫ থেকে ১০ দিন পর্যন্ত সময় লাগে। ভিসা প্রসেসিং এবং রিনিউ করতে আপনার বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে।
আমেরিকা টুরিস্ট ভিসার প্রয়োজনীয় কাগজপত্র ২০২৪
আমেরিকা উন্নত দেশ হিসাবে অন্যান্য দেশের তুলনায় সিকিউরিটি অনেক বেশি। তাই আপনারা কেউ অবৈধ ভাবে আমেরিকা যাওয়ার চেষ্টা করবেন না।
আমেরিকা টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিচে উল্লেখ করা হলো,
- বৈধ পাসপোর্ট, যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে।
- সদ্য তোলা রঙিন ছবি।
- জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন।
- ব্যাংক স্টেটমেন্ট।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- মেডিকেল রিপোর্ট।
- করোনা ভাইরাসের টিকা কার্ড।
আমেরিকা টুরিস্ট ভিসার জন্য আবেদন করার নিয়ম ২০২৪
আমেরিকা টুরিস্ট ভিসার জন্য আপনারা নিজে নিজে অনলাইনে আবেদন করতে পারবেন। আর যদি অনলাইনে আবেদন করতে না পারেন তাহলে যেকোনো এজেন্সির মাধ্যমে আমেরিকা টুরিস্ট ভিসার আবেদন করে নিতে পারবেন।
যে কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করলে আপনার খরচ তুলনামূলক ভাবে একটু বেশি লাগবে। আর আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস ও যোগ্যতা দিয়ে টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন।
আমেরিকা টুরিস্ট ভিসা ইন্টারভিউ ২০২৪
টুরিস্ট ভিসায় আমেরিকা যেতে অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিতে হবে। সেখানে আপনাকে প্রমাণ করতে আপনি একজন ভ্রমণ প্রিয় মানুষ।
তাছাড়া আপনাকে আরো প্রমাণ করতে হবে আপনি টুরিস্ট ভিসায় আমেরিকা গিয়ে সেখান থেকে আবার ফিরে আসতে পারবেন। তাছাড়া আপনার কাছে প্রশ্ন করা হবে কেন আপনি আমেরিকা যাচ্ছেন।
এরপর আপনার ব্যাংক স্টেটমেন্ট সহ সকল বায়োডাটা চেক করা হবে। আমেরিকা বা আপনার বিরুদ্ধে কোনো অপরাধ মূলক তথ্য পেলে আপনি আমেরিকা টুরিস্ট ভিসা পাবেন না।
বর্তমানে বাংলাদেশের উপর আমেরিকা ভিসানীতি আরোপ করার ফলে বর্তমানে আমেরিকা টুরিস্ট ভিসা সহ অন্যান্য ভিসা পাওয়ার জন্য আপনার সকল বায়োডাটা ভালো ভাবে যাচাই বাছাই করা হচ্ছে।
আমেরিকা টুরিস্ট ভিসা পেতে কতদিন লাগে
আমেরিকা টুরিস্ট ভিসা পেতে ৩ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত সময় লাগে। আপনার আবেদন প্রক্রিয়া যদি সঠিক হয় তাহলে ৩-৫ সপ্তাহ সময়ের মধ্যে আমেরিকা টুরিস্ট ভিসা পেতে যাবেন।
আপনারা আমেরিকার অন্যান্য ভিসার তুলনায় টুরিস্ট ভিসা অনেক দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনার আবেদন করার প্রক্রিয়া এবং ডকুমেন্টস সঠিক হতে হবে।
শেষ কথা
আজকে আমরা জানলাম আমেরিকা টুরিস্ট ভিসা খরচ এবং আমেরিকা টুরিস্ট ভিসা ইন্টারভিউ তে কি ধরনের প্রশ্ন করা হয় সেই সম্পর্কে। এই বিষয় আপনার কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন।
FAQ
আমেরিকা টুরিস্ট ভিসা খরচ কত টাকা?
আমেরিকা টুরিস্ট ভিসা খরচ $160 ডলার থেকে সর্বোচ্চ $265 ডলার পর্যন্ত। এছাড়া অনেক ক্ষেত্রে কিছু বাড়তি ফি প্রদান করতে হতে পারে।
আমেরিকা B2 টুরিস্ট ভিসা কি?
আমেরিকা B2 টুরিস্ট ভিসা হলো এমন সব ব্যাক্তিদের জন্য যারা অস্থায়ীভাবে বন্ধু-বান্ধব, পর্যটন বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য বা চিকিৎসার জন্য আমেরিকা যায়।