অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম (Bahrain visa check)
বাংলাদেশ থেকে যারা বাহরাইন কাজের জন্য ভিসা করেছেন তারা খুব সহজে অনলাইনে বাহরাইন ভিসা চেক (Bahrain visa check) করে নিতে পারবেন।
বাহরাইন কাজের ভিসা চেক করার মাধ্যমে আপনি সহজে বুঝতে পারবেন আপনার ভিসা আসল নাকি নকল সেটার ব্যাপরে।
প্রত্যেক বছর বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ বাহরাইন কাজের উদ্দেশ্য যায়। কিন্তু, অনেকে দালাল কর্তৃক ভুয়া ভিসা নিয়ে বাহরাইন গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে।
তাই আমার পরামর্শ হলো বাহরাইন সহ বাহিরের যেকোনো দেশে যাওয়ার আগে অবশ্যই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে বাহরাইন ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে বাহরাইন ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://www.lmra.gov.bh/en/eligibilityrc লিংকে। এরপর আপনার Passport Number এবং Choose a Country বাংলাদেশ সিলেক্ট করুন। I,m not a robot অপশনে টিক চিহ্ন দিয়ে ক্যাপচা পূরণ করে Search অপশনে ক্লিক করলে ভিসার তথ্য দেখতে পাবেন।
বাহরাইন কাজের ভিসা চেক করার নিয়ম অনেক সহজ। তাহলে চলুন নিচে থেকে এই সম্পূর্ণ নিয়ম জেনে আসি।
অনলাইনে বাহরাইন ভিসা চেক করার নিয়ম (Bahrain visa check)
বাহরাইন কাজের ভিসা চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
এবার গুগল সার্চ ইঞ্জিনে টাইপ করুন bahrain visa check. সার্চ রেজাল্টের প্রথমে Express Service নামে যে পেজটা দেখতে পাচ্ছেন উক্ত পেজে ক্লিক করুন।
এবার আপনাকে ভিসা চেক করার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এখান থেকে কয়েকটি মাধ্যমে ভিসা চেক করতে পারবেন।
ভিসা চেক করার মাধ্যম গুলো হলো Identity Card, Work Permit, Application ID এবং Passport নাম্বার ব্যবহার করে। আমি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম দেখাবো।
এজন্য Passport অপশন সিলেক্ট করুন। নিচের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন।
Passport Number অপশনে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন। Choose a Country অপশনে ক্লিক করে Bangladesh সিলেক্ট করুন। (আপনার নিজের দেশ সিলেক্ট করবেন)।
I’am not a robot অপশনে টিক চিহ্ন দিয়ে সঠিক ভাবে ক্যাপচা পূরণ করুন। শেষে Search অপশনে ক্লিক করুন।
সব কিছু ঠিক থাকলে আপনার বাহরাইন ভিসা চেক করে সকল তথ্য দেখতে পাবেন। আশাকরি বাহরাইন কাজের ভিসা চেক করার নিয়ম বা উপায় সহজে বুঝতে পারবেন।
বাহরাইন ভিসা কি চালু হয়েছে?
বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার জন্য ভিসা দীর্ঘদিন বন্ধ ছিলো। দীর্ঘ ৪ বছর পরে আবারও বাংলাদেশ থেকে বাহরাইন যাওয়ার ভিসা আবার চালু করেছে।
তাই আপনারা যারা বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্য বাহরাইন যেতে যাচ্ছেন তারা যেতে পারবেন।
FAQ (প্রশ্ন উত্তর)
বর্তমানে বাহরাইন ভিসা খোলা নাকি বন্ধ?
বর্তমানে বাংলাদেশীদের জন্য বাহরাইন ভিসা খোলা রয়েছে। আপনারা চাইলে বাংলাদেশ থেকে বাহরাইন যেতে পারবেন।
বাহরাইন ভিসা খরচ কত টাকা?
বাহরাইন ভিসা খরচ ৪ থেকে ৫ লক্ষ টাকা।
বাহরাইন ভিসা চেক করার ওয়েবসাইট কোনটি?
বাহরাইন ভিসা চেক করার ওয়েবসাইট হলো https://www.imra.gov.bh/
বিশ্বের বিভিন্ন দেশের ভিসা চেক করতে নিচের আর্টিকেল গুলো পড়ুন।