ইসলামী ব্যাংক একাউন্ট চেক করুন মিসকল দিয়ে
আপনাদের যাদের ইসলামী ব্যাংকে একাউন্ট আছে কিন্তু Cellfin অ্যাপ যুক্ত করা নেই তারা ঘরে ১ মিনিটে ইসলামী ব্যাংক একাউন্ট চেক (Islami bank account check) করতে পারবেন মিসকল দিয়ে।
ইসলামী ব্যাংক বাংলাদেশে লিমিটেড একটি বেসরকারি বানিজ্যিক প্রতিষ্ঠান। এটি দেশের দ্বিতীয় বৃহত্তর মূলধন প্রতিষ্ঠান যা ১৯৮৩ প্রতিষ্ঠিত হয়।
আপনাদের যাদের ইসলামী ব্যাংকে একাউন্ট আছে তাদের নানা প্রয়োজনে একাউন্ট ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়। অনেক সময় একাউন্টে টাকা ঢুকে কিন্তু মেসেজ আসতে একটু দেরি করে। সেক্ষেত্রে একাউন্ট ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়।
ইসলামী ব্যাংক একাউন্ট চেক (Islami bank account check)
এখন ঘরে বসে ইসলামী ব্যাংকের একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন মিসকল দিয়ে মাত্র এক মিনিটে। ইসলামী ব্যাংকের একাউন্ট চেক করতে মিসকল দিন 09617-516259 নাম্বারে।
আপনার যে মোবাইল নাম্বার ইসলামী ব্যাংক একাউন্ট খোলার সময় যুক্ত করেছিলেন সেই মোবাইল নাম্বার থেকে 09617-516259 নাম্বারে কল দিলে কিছু সময় কল হয়ে কেটে যাবে। তারপর মেসেজের মাধ্যমে আপনার একাউন্ট ব্যালেন্স জানিয়ে দিবে।
কল করার জন্য আপনার একাউন্ট থেকে কোনো চার্জ বা টাকা কাটবে না। আর যাদের ইসলামী ব্যাংকের Sellfin অ্যাপ চালু করা আছে তারা অ্যাপ থেকে একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।