ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৪

আজকের আর্টিকেলে আমরা জানবো ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী এবং ট্রেন ভাড়া সম্পর্কে। বাংলাদেশের পর্যটন সমৃদ্ধ একটি জেলা কক্সবাজার। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটক কক্সবাজার ভ্রমণ করতে আসেন।

পর্যটকদের সুবিধার জন্য বাংলাদেশ সরকার ঢাকা টু কক্সবাজার ট্রেন লাইন করেছে। যা ২০২৩ সালের ১লা ডিসেম্বর চালু করা হয়েছে। তাই আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী এবং ভাড়া কত টাকা।

ঢাকা টু কক্সবাজার রুটে প্রতি সপ্তাহে ৬ দিন ট্রেন চলাচল করে। ঢাকা থেকে মাত্র ৮ ঘন্টা ৫০ মিনিটে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যায় কক্সবাজার এক্সপ্রেস (৮১৪)। এছাড়া পর্যটক এক্সপ্রেস (৮১৬) ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল করে।

ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৪

ঢাকা টু কক্সবাজার কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) ঢাকা থেকে রাত ১০ টা ৩০ মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে যাত্রা শুরু করে চট্টগ্রাম স্টেশন যাত্রা বিরতি করে সকাল ৭ টা ২০ মিনিটে কক্সবাজার পৌছায়।

পরবর্তী কক্সবাজার টু ঢাকা একই কক্সবাজার এক্সপ্রেস দুপুর ১২ টা ৩০ মিনিটে ঢাকা উদ্দেশ্য কক্সবাজার ছেড়ে আসে এবং পৌঁছাতে সময় লাগে ৯ টা ১০ মিনিট। কক্সবাজার থেকে ফিরতে পথে চট্টগ্রাম ও বিমানবন্দর স্টেশন ট্রেনটি যাত্রা বিরতি করে।

এই ২ টি স্টেশন ছাড়া বাকি স্টেশন গুলোতে যাত্রা বিরতি করে না। কক্সবাজার এক্সপ্রেস প্রত্যেক মঙ্গলবার বন্ধ থাকে।

পর্যটক এক্সপ্রেস (৮১৬) ননস্টপ ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল ৬ টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে এবং কক্সবাজার পৌঁছায় বিকাল ৩ টার সময়। একই ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত ৮ টায় এবং ভোর ৪ টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছায়। পর্যটক এক্সপ্রেস (৮১৬) ননস্টপ ট্রেনটি প্রত্যেক সপ্তাহে রবিবার বন্ধ থাকে।

ট্রেনের নামপ্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্যযাত্রা শেষছুটির দিন
কক্সবাজার এক্সপ্রেস (৮১৪)ঢাকারাত ১০:৩০ মিনিটকক্সবাজারসকাল ৭:২০ মিনিটমঙ্গলবার
কক্সবাজার এক্সপ্রেস (৮১৪)কক্সবাজারদুপুর ১২:৩০ মিনিটঢাকারাত ৯:৩০ মিনিটমঙ্গলবার
পর্যটক এক্সপ্রেস (৮১৬)ঢাকাসকাল ৬:১৫ মিনিটকক্সবাজারবিকাল ৩ টারবিবার
পর্যটক এক্সপ্রেস (৮১৬)কক্সবাজাররাত ৮ টাঢাকাভোর ৪:৩০ মিনিটরবিবার
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৪

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৪

ঢাকা টু কক্সবাজার মোট দূরত্ব ৫৫১ কিলোমিটার। বাংলাদেশ রেলওয়ে কতৃক নির্ধারণ করা হয়েছে:

ট্রেন রুটশোভন চেয়ারস্নিগ্ধা
ঢাকা টু কক্সবাজার৬৯৫ টাকা১,৩২৫ টাকা
কক্সবাজার টু ঢাকা৬৯৫ টাকা১,৩২৫ টাকা
চট্টগ্রাম টু কক্সবাজার২৫০ টাকা৪৭০ টাকা
কক্সবাজার টু চট্টগ্রাম২৫০ টাকা৪৭০ টাকা
ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৪

ঢাকা টু কক্সবাজার মেইল ট্রেন ভাড়া ২০২৪

আসনট্রেন ভাড়া
দ্বিতীয় শ্রেণী (সাধারণ)১২৫ টাকা
দ্বিতীয় শ্রেণী (মেইল / এক্সপ্রেস)১৭০ টাকা
কমিউটার ট্রেন২১০ টাকা
সুলভ শ্রেণী২৫০ টাকা
শোভন শ্রেণী৪২০ টাকা
শোভন চেয়ার৫০৫ টাকা
ঢাকা টু কক্সবাজার মেইল ট্রেন ভাড়া ২০২৪

ঢাকা টু কক্সবাজার ট্রেন কবে চালু হয়েছে

ঢাকা টু কক্সবাজার কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) ট্রেনটি ২০২৩ সালে ১ লা ডিসেম্বর চালু করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের ১০ ই জানুয়ারি পর্যটক এক্সপ্রেস (৮১৬) আন্তঃনগর ট্রেনটি চালু করা হয়েছে। ইতিমধ্যে আরো কয়েকটি ট্রেন চালু হবে।

ঢাকা টু কক্সবাজার ট্রেন স্টেশন লিস্ট

ঢাকা টু কক্সবাজার ট্রেনে যাতায়াত করার জন্য মোট ৩ টি স্টেশন রয়েছে। এই ট্রেন স্টেশন গুলো হলো:

  1. ঢাকা বিমানবন্দর ট্রেন স্টেশন
  2. চট্টগ্রাম ট্রেন স্টেশন
  3. কক্সবাজার ট্রেন স্টেশন

ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম

ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকেট কাউন্টার এবং অনলাইনে বুকিং করতে পারবেন। কাউন্টার থেকে টিকেট কাটার জন্য কাউন্টারে উপস্থিত হতে হবে। অনলাইনে টিকেট বুকিং করার জন্য ভিজিট করুন https://eticket.railway.gov.bd ওয়েবসাইট।

শেষ কথা

আজকে আমরা জানলাম ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী এবং ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *