বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি (বিস্তারিত জানুন)
বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি এবং তাদের সেবা সমূহ সহ আরো বিস্তারিত তথ্য জানুন।
প্রত্যেক বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি ব্যাংক সম্পর্কে জানা প্রয়োজন। কারণ, আমাদের মধ্যে অধিকাংশ লোকেরা নিজেদের অর্থ সম্পদ সরকারি ব্যাংকে রাখাটা বেশি নিরাপদ মনে করেন।
তাই অনেকে জানতে চাচ্ছেন বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি এবং তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য।
আজকের আর্টিকেলে বাংলাদেশের সরকারি ব্যাংক গুলোর নাম, শাখা, সেবা সমূহ, হেল্পলাইন, ওয়েবসাইট এবং Swift code সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো।
আশাকরি এসব তথ্য গুলো আপনাদের অবশ্যই কাজে লাগবে। প্রথমে আমরা সংক্ষিপ্তে জেনে নিবো বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও এগুলো কি কি সেই সম্পর্কে।
বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি
বর্তমানে বাংলাদেশের মোট সরকারি ব্যাংক আছে ৭ (সাত) টি। বাংলাদেশের সরকারি ব্যাংক সমূহ হচ্ছে যথাক্রমে,
- সোনালী ব্যাংক লিমিটেড
- জনতা ব্যাংক লিমিটেড
- রূপালী ব্যাংক লিমিটেড
- অগ্রণী ব্যাংক লিমিটেড
- বেসিক ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ কৃষি ব্যাংক
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড
বাংলাদেশের এই ব্যাংক গুলো সরকারি মালিকানাধীন বানিজ্যিক ব্যাংক এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
আপনাদের সুবিধার জন্য নিচের ছকে বাংলাদেশের সকল সরকারি ব্যাংকের নাম সমূহ, প্রতিষ্ঠান সন এবং বিস্তারিত তথ্য জানার জন্য উক্ত ব্যাংক সমূহের ওয়েবসাইট দেওয়া হয়েছে।
বাংলাদেশের সরকারি ব্যাংকের তালিকা
সরকারি ব্যাংকের নাম | প্রতিষ্ঠার সন | ওয়েবসাইট |
সোনালী ব্যাংক লিমিটেড | ১৯৭২ | www.sonalibank.com.bd |
জনতা ব্যাংক লিমিটেড | ১৯৭২ | www.jb.com.bd |
রূপালী ব্যাংক লিমিটেড | ১৯৭২ | www.rupalibank.com.bd |
অগ্রণী ব্যাংক লিমিটেড | ১৯৭২ | www.agranibank.org |
বাংলাদেশ কৃষি ব্যাংক | ১৯৭৩ | www.krishibank.org.bd |
বেসিক ব্যাংক লিমিটেড | ১৯৮৮ | www.basicbanklimited.com |
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড | ২০০৯ | www.bdbl.com.bd |
চলুন নিচে থেকে বাংলাদেশের সরকারি ব্যাংক গুলোর সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জেনে আসি।
সোনালী ব্যাংক লিমিটেড
সোনালী ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সব থেকে বড় বানিজ্যিক ব্যাংক। ১৯৭২ সালে বাংলাদেশ ব্যাংকের অর্ডারে সোনালী ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
বলা হয় বাংলাদেশের কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংকের পরে সরকারি ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকেকে বিবেচনা করা হয়। সোনালী ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের হয়ে অনেক কাজ করে।
সোনালী ব্যাংকের সেবা সমূহ
সোনালী ব্যাংক লিমিটেডের উল্লেখযোগ্য সেবা সমূহ হচ্ছে প্রজেক্ট ফাইন্যান্স, ট্রেড ফাইন্যান্স, এসএমই ফাইন্যান্স, কর্পোরেট ব্যাংকিং, ভোক্তা ঋণ, ঋণ সিন্ডিকেশন, গ্রামীণ ও ক্ষুদ্র ঋণ, এনজিও ও লিঙ্কেজ ঋণ, লকার, রেমিট্যান্স, মানি মার্কেটিং অপারেশন, ক্যাপিটাল মার্কেটিং অপারেশন, সরকারি ট্রেজিারি ফাংশন, বৈদেশিক মুদ্রা লেনদেন, আন্তর্জাতিক বানিজ্য ইত্যাদি।
এছাড়া বানিজ্যিক ব্যাংক হিসেবে গ্রহক সেবার পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতন, ভাতা, বিল সহ আরো বিভিন্ন সেবা প্রদান করে।
- সোনালী ব্যাংকের মোট শাখা: ১২২৮ টি।
- প্রধান কার্যালয়: ৩৫-৪২, ৪৪ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা – ১০০০, বাংলাদেশ।
- ইমেইল: itd@sonalibank.com.bd
- Swift code: BSONBDDH
- হেল্পলাইন: 0257161080-88
জনতা ব্যাংক লিমিটেড
জনতা ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রয়ত্ব মালিকানাধীন একটি বানিজ্যিক ব্যাংক। এটাকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বানিজ্যিক ব্যাংক বলা হয়।
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অর্ডার ২৬ নং এর আওতায় ১৯৭২ সালে জনতা ব্যাংক জাতীয়করণ করা হয়।
- মোটা শাখা: ৯১৭ টি।
- প্রধান কার্যালয়: জনতা ভবন, ১১০, মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা বাংলাদেশ।
- ইমেইল: mis@janatabank-bd.com
- Swift code: JANBBDDH
- হেল্পলাইন: 02 223384644
রূপালী ব্যাংক লিমিটেড
রূপালী ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রয়ত্ব মালিকানাধীন একটি বানিজ্যিক ব্যাংক। ১৯৭২ সালে ২৬ শে মার্চ বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অধিনে জাতীয়করণে অন্তর্ভুক্ত হয়।
রূপালী ব্যাংক গঠন করা হয় তিনটি পূর্ববতী বানিজ্যিক ব্যাংকের সমন্বয়ে। এই ব্যাংক তিনটি হলো মুসলিম কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ষ্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এবং অষ্ট্রেলিয়া ব্যাংক লিমিটেড।
- মোট শাখা: ৫৮৩ টি।
- প্রধান কার্যালয়: ৩৪, দিলকুশা বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশ।
- ইমেইল: info@rupalibank.org,it@rupalibank.org
- SWIFT Code: RUPBBDDH
- হেল্পলাইন: 16495
অগ্রণী ব্যাংক লিমিটেড
অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশের রাষ্ট্রয়ত্ব মালিকানাধীন একটি বানিজ্যিক ব্যাংক। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ১৯৭২ সালে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- মোট শাখা: ৯৬০ টি।
- প্রধান কার্যালয়: ৯/ডি, দিলকুশা বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০, বাংলাদেশ।
- ইমেইল: dgmbcd@agranibank.org
- SWIFT Code: AGBKBDDH
- হেল্পলাইন: 9566153-54
বেসিক ব্যাংক লিমিটেড
বেসিক ব্যাংক লিমিটেড বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন ব্যাংক। ১৯৮৮ সালের ২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অধীনে প্রতিষ্ঠিত হয়।
- মোট শাখা: ৭২ টি।
- প্রধান কার্যালয়: সেনা কল্যাণ ভবন (৬ষ্ঠ তলা) ১৯৫, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
- ইমেইল: basicho@basicbanklimited.com
- SWIFT Code: BKSIBDDH
- হেল্পলাইন: 223359589-90
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড একটি রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বানিজ্যিক ব্যাংক। ২০০৯ সালের ১৬ নভেম্বর এই বিডিবিএল প্রতিষ্ঠিত হয়।
- মোট শাখা: ৪৬ টি।
- প্রধান কার্যালয়: ৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
- ইমেইল: basicho@basicbanklimited.com
- SWIFT Code: BDDBBDDH.
- হেল্পলাইন:
শেষ কথা
আজকে আমরা জানলাম বাংলাদেশের সরকারি ব্যাংক কয়টি ও কি কি এবং তাদের সেবা সমূহ, হেল্পলাইন, ওয়েবসাইট, শাখা সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে।
বাংলাদেশের নাগরিকদের ইন্টারনেট ভিত্তিক সেবা সমূহ জানতে নিয়মিত ভিজিট করুন আমাদের এই eShebabd এই ওয়েবসাইট।
FAQ (প্রশ্ন উত্তর)
কৃষি ব্যাংক কি সরকারি?
হ্যাঁ। বাংলাদেশ কৃষি ব্যাংক সরকারি ব্যাংক।
বাংলাদেশে মোট সরকারি ব্যাংক কয়টি ২০২৩?
বাংলাদেশে মোটা ৭ টি সরকারি ব্যাংক রয়েছে। এই ব্যাংক গুলো হলো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, কৃষি ব্যাংক, বেসিক ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক।