ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম ২০২৪
আজকের ব্লগে আমরা ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম জানবো। এর আগের ব্লগে আমরা জেনেছি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে।
আপনি যদি নিজের দেশ থেকে বাহিরের অন্য কোনো দেশে ভ্রমন করতে চান তাহলে সেই দেশের ভ্রমনের অনুমতি হিসাবে আপনার ভিসার প্রয়োজন হবে।
বর্তমানে কিছু দালান বা অসাধু চক্রের লোক আছে যারা আপনার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ভুয়া ভিসা প্রদান করে।
এই ভিসা নিয়ে যখন আপনি বিদেশে ভ্রমন করবেন তখন নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আপনার উচিত অনলাইনে ভিসা চেক করে নেওয়া।
ভিসা নাম্বার দিয়ে সকল দেশের ভিসা চেক অনলাইনে করা যায়। আবার, অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সকল দেশের ভিসা চেক করা যায়।
পাসপোর্ট নাম্বার দিয়ে বিভিন্ন দেশের ভিসা চেক করতে নিচের আর্টিকেল গুলো পড়ুন,
- পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ইতালি ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে বাহরাইন ভিসা চেক
- পাসপোর্ট নাম্বার দিয়ে আলবেনিয়া ভিসা চেক
তাহলে চলুন নিচে থেকে জেনে আসি ভিসা নাম্বার দিয়ে অনলাইনে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে।
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম ২০২৪ (Visa check)
বিদেশ ভ্রমন করার আগে অবশ্যই আপনার ভিসাটি চেক করে নিবেন। তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ভিসা সঠিক কিনা না।
তাছাড়া, ভিসা চেক করার ফলে কোম্পানির নাম, কি কাজ করতে হবে সহ আরো বিভিন্ন বিষয় তথ্য জানতে পারবেন।
ভিসা নাম্বার দিয়ে ওমান ভিসা চেক করার নিয়ম
আপনারা যারা ওমান যেতে যাচ্ছেন তারা ভিসা হাতে পাওয়ার পর খুব সহজে ভিসা নাম্বার দিয়ে ভিসা যাচাই করে দেখতে পারবেন আপনার ভিসা আসল নাকি নকল।
ভিসা নাম্বার দিয়ে ওমান ভিসা চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে evisa.rop.gov.om এই ওয়েবসাইট ভিজিট করুন।
- Visa Application Number – ভিসা অ্যাপ্লিকেশন লিখুন।
- Travel Document Number – পাসপোর্ট নাম্বার লিখুন।
- Document’s Nationality – Bangladesh সিলেক্ট করুন।
- Text Verification – সংখ্যা ক্যাপচা লিখুন।
- শেষে Search অপশনে ক্লিক করুন।
আপনার ভিসা যদি অনুমোদন হয় তাহলে Status অপশনে Approved দেখতে পাবেন। তার ডানপাশে Payment Receipt অপশন থেকে পিডিএফ ফাইল চিহ্নে ক্লিক করলে ভিসা ডাউনলোড করে সকল তথ্য চেক করতে পারবেন।
ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম
আপনি যদি কাতার যেতে যান এবং আপনার কাজের ভিসা আসল নাকি নকল সেটা চেক করতে চান তাহলে অনলাইনের মাধ্যমে খুব সহজে ভিসা চেক করতে পারবেন।
এজন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করুন Qatar visa check status এবার আপনাকে ভিসা চেক করার ওয়েবসাইটে নিয়ে যাবে।
এখানে Visa Number এবং Passport Number দুইটার যেকোনো একটা দিয়ে ভিসা চেক করতে পারবেন। আমি ভিসা নাম্বার দিয়ে চেক করার নিয়ম বলছি।
Visa Number অপশন সিলেক্ট করে আপনার ভিসা অ্যাপ্লিকেশন নম্বর লিখুন। Nationality অপশনে Bangladesh সিলেক্ট করুন। সংখ্যা ক্যাপচা সঠিক ভাবে পূরণ করে নিচের Submit অপশনে ক্লিক করুন।
এবার আপনার কাতার ভিসা সকল তথ্য যাচাই করে দেখতে পারবেন। যদি প্রিন্ট করতে চান তাহলে পিডিএফ (PDF) আকারে সেভ (Save) করে নিন।
ভিসা নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম
দুবাই ভিসা চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করুন ICP Smart Service এই ওয়েবসাইট।
এরপর ডানপাশে File Validity অপশনে ক্লিক করলে নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।
এখানে Search By অপশনে থেকে File No এবং Select the Type অপশন থেকে Visa অপশন সিলেক্ট করুন।
Emirate Unified Number অপশনে আপনার ভিসা নম্বর, Nationality অপশনে Bangladesh, Date Of Birth অপশনে আপনার জন্ম তারিখ লিখে নিচে থাকা ক্যাপচা পূরণ করুন।
শেষে Search অপশনে ক্লিক করলে আপনার ভিসার ষ্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। আপনি চাইলে এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিয়েও ভিসা চেক করতে পারবেন।
আপনি দুবাই ভিজিট ভিসা চেক সহ আরো বিভিন্ন ভিসা এই একই পদ্ধতিতে চেক করতে পারবেন।
ভিসা নাম্বার দিয়ে কুৃয়েত ভিসা চেক
যারা কুয়েত যাওয়ার জন্য তাদের ভিসা চেক করতে চান ভিসা আসল নাকি নকল তারা খুব সহজে অনলাইনের ভিসা চেক করতে পারবেন।
এজন্য মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করুন “কুয়েত ভিসা ষ্ট্যাটাস” এই লিংকে। এবার আপনাকে ভিসা চেক করার ওয়েবসাইটে নিয়ে যাবে।
Visa Application Number অপশনে আপনার ভিসার অ্যাপ্লিকেশন নম্বর লিখুন। Captcha text অপশনে নিচের ছবির সংখ্যা গুলো সঠিক ভাবে লিখুন।
শেষে Submit অপশনে ক্লিক করলে আপনার ভিসা যদি Approved হয় তাহলে বুঝতে হবে ভিসা ঠিক আছে অর্থ্যাৎ ভিসাটি আসল।
তাছাড়া ভিসার বর্তমান অবস্থা অনুযায়ী Rejected, Under Process, Pending ইত্যাদি লেখা আসতে পারে।
কেন ভিসা চেক করবেন?
অনেক অসাধু বা দালাল রয়েছে যারা আপনাকে ভূয়া ভিসা প্রদান করে টাকা হাতিয়ে নিবে। আপনি যদি ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করেন তাহলে ভিসা আসল নাকি ভূয়া সহজে যাচাই করতে পারবেন।
তাছাড়া ভিসা চেক করার ফলে আপনি কোন কোম্পানিতে কাজ করবেন, বেতন কত, কাজের ক্যাটাগরি, কত ঘন্টা ডিউটি করতে হবে ইত্যাদি বিষয় জানতে পারবেন।
ভিসা সম্পর্কে আরো তথ্য পড়ুন
- সিঙ্গাপুর ভিসা কত টাকা
- রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম
- ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
শেষ কথা
আজকে আমরা জানলাম ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম সম্পর্কে। আমার পরামর্শ হলো আপনি বিদেশ ভ্রমন করার আগে ভিসা নাম্বার বা পাসপোর্ট নাম্বার দিয়ে অবশ্যই ভিসা চেক করে নিবেন।