মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ ২০২৩

বাংলাদেশের এই প্রথম চালু হয়েছে মেট্রোরেল। তাই মেট্রোরেল সম্পর্কে মানুষের জানার আগ্রহ অনেক বেশি। আপনারা যারা মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ জানতে চান তারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

এর আগের আর্টিকেলে বলেছি মেট্রোরেল টিকিট কাটার নিয়ম। আর আজকের আর্টিকেলে বলবো মেট্রোরেল সম্পর্কে প্রশ্ন এবং তার উত্তর।

এই প্রশ্ন গুলো বিভিন্ন পরিক্ষায় পড়ার সম্ভাবনা ১০০% থেকে যাবে৷ কারণ, সাম্প্রতিক সময়ে ঘটা ঘটনা গুলো পরিক্ষায় বেশি আসার সম্ভাবনা থাকে।

মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ ২০২৩

  • মেট্রোরেল প্রকল্প নাম : ম্যাস রেপিড ট্রানজিট (এমআরটি) লাইন – ৬।
  • মেট্রোরেল নির্মান কাজ শুরু হয়েছে : ২০১৬ সালের ২৬ শে জুন।
  • মেট্রোরেল উদ্বোধন করেন কত তারিখে : ২৮ শে ডিসেম্বর ২০২২ সালে।
  • জনসাধারণের জন্য মেট্রোরেল চলাচল শুরু হয় : ২৯ ডিসেম্বর ২০২২।
  • মেট্রোরেল কে উদ্বোধন করেন : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি)।
  • মেট্রোরেলের প্রথম যাত্রী : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি)।
  • মেট্রোরেলের প্রথম ড্রাইভার : মরিয়ম আফিজা। তিনি মেট্রোরেল প্রথম নারী চালক)।
  • মেট্রোরেল সর্বোচ্চ গতি : ঘন্টায় ১০০ কিলোমিটার। 
  • মেট্রোরেল দৈর্ঘ্য কত কিলোমিটার : ২১.২৬ কিলোমিটার। 
  • মেট্রোরেল প্রকল্পের ধাপ বা প্যাকেজ : ৮ টি।
  • মেট্রোরেল পরিচালনা সংস্থা : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
  • মেট্রোরেল প্রকল্পের বাজেট কত টাকা : ৩৩,৪৭১.৯৯ কোটি টাকা। 
  • মেট্রোরেল সর্বোচ্চ ভাড়া : ২০ টাকা।
  • মেট্রোরেল সর্বনিন্ম ভাড়া : ১০০ টাকা।
  • মেট্রোরেলের মোটা সংখ্যা : ২৪ টি।
  • প্রত্যেক মেট্রোরেলের কোচ সংখ্যা : ৬ টি।
  • মেট্রোরেল প্রস্তবিত পথের দৈর্ঘ্য : ২১ দশমিক ২৬ কিলোমিটার।
  • প্রত্যেক মেট্রোরেলের যাত্রী ধারণক্ষমতা : ২,৩০৮ জন (মাঝের ৪টি কোচে প্রত্যেকটিতে সর্বোচ্চ ৩৯০ জন এবং ট্রেইলার কোচে সর্বোচ্চ ৩৭৪ জন)।
  • মেট্রোরেল চলাচলের সময় : সকাল ৮ টা থেকে শুরু।
  • মেট্রোরেল চলাচলের গতি সর্বোচ্চ : ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। 
  • মেট্রোরেল যাত্রী পরিবহন ক্ষমতা : প্রতি ঘন্টা ৬০ হাজার। 
  • মেট্রোরেল দৈনিক কতজন যাত্রী চলাচল করতে পারবেন : দৈনিক ৫ লাখ যাত্রী চলাচল করতে পারবেন। 
  • মেট্রোরেল স্টেশন সংখ্যা কতটি : ১৭ টি।
  • মেট্রোরেল প্রকল্পের সমাপ্তি সাল : ২০২৫ সাল (সম্ভাব্য)।
  • মেট্রোরেলের প্রতিটি পিলারের ব্যাস : ২ মিটার।
  • মেট্রোরেলের প্রতিটি পিলারের উচ্চতা : ১৩ মিটার।মেট্রোরেলের একটি পিলার থেকে অন্য পিলারের দূরত্ব : ৩০ থেকে ৪০ কিলোমিটার। 
  • মেট্রোরেল প্রতি ঘন্টার বিদ্যুৎ খরচ : ১৩.৪৭ মেগাওয়াট। 
  • মেট্রোরেল বিদ্যুৎ জোগান দেওয়ার জন্য উপকেন্দ্র সংখ্যা : ৫ টি (তালতলা, বাংলা একাডেমি, পল্লবী, সোনারগাঁও, উত্তরা)।
  • মেট্রোরেল মোট প্রকল্প বাজেট : ২.৮ মিলিয়ন মার্কিন ডলার।
  • মেট্রোরেল প্রকল্পের জন্য ঋণ প্রদান করেন : জাইকা।

মেট্রোরেল কি

শহরের অভ্যন্তরে যখন যখন কোনো ট্রেন একস্থান থেকে অন্য স্থানে বারবার আবরতিত হয় তখন সেই ট্রেনকে মেট্রোরেল বলা হয়।

মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য

  • ১. ২০২২ সালে বাংলাদেশে মেট্রোরেল হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তর প্রজেক্ট।
  • ২. ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ ২০১৬ সালের ২৬ জুন উদ্ধোবন করা হয়।
  • ৩. ২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকা মেট্রোরেল উদ্ধোবন করা হয়।
  • ৪. ঢাকা মেট্রোরেল প্রকল্পের মোট বাজেট ৩৩,৪৭১.৯৯ কোটি টাকা।
  • ৫. মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজ।
  • ৬. প্রাথমিক মেট্রোরেল সংখ্যা ২৪ এবং স্টেশন সংখ্যা ১৬ টি।
  • ৭. মেট্রোরেলের সংক্ষিপ্ত নাম “এমআরটি”।
  • ৮. ঢাকার সবচেয়ে দ্রুতগামী পরিবহন হলো ঢাকা মেট্রোরেল। 
  • ৯. বাংলাদেশে যানজট কমানোর জন্য প্রথম ঢাকা মেট্রোরেল চালু করা হয়।
  • ১০. মেট্রোরেলে বিদ্যুৎ জোগানের জন্য ৫টি উপকেন্দ্র রয়েছে।

মেট্রোরেল ১৭টি স্টেশনের নাম | মেট্রো স্টেশন লিস্ট 

জাতীয় জাদুঘর, দোয়েল চত্বর, জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশ ব্যাংক, উত্তরা স্টেশন, আইএমটি, মিরপুর ১০, কাজীপাড়া, তালতলা, আগারগাঁও, উত্তরা উত্তর স্টেশন, বিজয় সরণি, উত্তরা দক্ষিণ স্টেশন, পল্লবী, ফার্মগেট এবং সোনারগাঁও।

মেট্রোরেল ভাড়া ২০২৩

মেট্রোরেল ভাড়া সর্বনিন্ম ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা। এই ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটার ৫ টাকা করে।

  • দিয়াবাড়ি থেকে উত্তরা স্টেশন ভাড়া ২০ টাকা।
  • দিয়াবাড়ি থেকে পল্লবী ভাড়া ৩০ টাকা।
  • দিয়াবাড়ি থেকে মিরপুর-১০ ভাড়া ৪০ টাকা।
  • পল্লবী থেকে মিরপুর-১১ ভাড়া ২০ টাকা।
  • পল্লবী থেকে শেওড়াপাড়া ভাড়া ৩০ টাকা।
  • মিরপুর-১০ থেকে ফার্গেট ভাড়া ৩০ টাকা।
  • দিয়াবাড়ি থেকে শেওড়াপাড়া মেট্রোরেল ভাড়া ৫০ টাকা।
  • মিরপুর-১০ থেকে কারওয়ান বাজার ভাড়া ৪০ টাকা।
  • মিরপুর-১০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল ভাড়া ৫০ টাকা।
  • আগারগাঁও থেকে দিয়াবাড়ি মেট্রোরেল ভাড়া ৬০ টাকা।
  • মিরপুর-১০ থেকে কমলাপুর ভাড়া ৭০ টাকা।
  • দিয়াবাড়ি থেকে কমলাপুর মেট্রোরেল ভাড়া ১০০ টাকা।

শেষ কথা 

আজকের আর্টিকেলে আমরা জানলাম মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান MCQ সম্পর্কে। মেট্রোরেল সম্পর্কে যদি আর কোনো বিষয় জানতে চান তাহলে কমেন্টে লিখে জানাবেন। আমি কয়েক ঘন্টার মধ্যে উত্তর দিবো ইনশাআল্লাহ।

ট্রেন সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *