শ্যামলী পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম ২০২৪
আপনারা যারা বাসে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের কাছে শ্যামলী পরিবহন অনেক পরিচিত। তাই আজকের আর্টিকেলে অনলাইনে শ্যামলী পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম বলবো।
আমাদের দেশের সকল রুটে শ্যামলী পরিবহন বাস গুলো মানসম্মত ভাবে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে আসতেছে। তাদের এসি এবং ননএসি দুইটাই সার্ভিস এভেলেবেল রয়েছে।
দিনে রাতে যেকোনো সময় শ্যামলী পরিবহনে আপনি যাত্রা করে গন্তব্যে যেতে পারবেন। এখন থেকে আর আপনাকে শ্যামলী পরিবহনের অগ্রিম টিকিট বুকিং করার জন্য কাউন্টারে যেতে হবে না।
আপনি চাইলে ঘরে বসে শ্যামলী পরিবহনের অনলাইন টিকিট কাটতে বা বুকিং করতে পারবেন। অনলাইন টিকিট কাটার জন্য এখন অধিকাংশ পরিবহন গুলো নিজস্ব ওয়েবসাইট তৈরি করেছে।
এছাড়া আরো বিভিন্ন অ্যাপের মাধ্যমে খুব সহজে আপনি অনলাইনে বাসের টিকেট বুকিং করতে পারবেন।
শ্যামলী পরিবহন অনলাইন টিকিট (Shyamoli paribahan online ticket) কাটার নিয়ম ২০২৪
শ্যামলী পরিবহনের অগ্রিম অনলাইন টিকিট বুকিং করার জন্য তারা নিজস্ব ওয়েবসাইট তৈরি করেছে। তাছাড়া আপনি চাইলে সহজ.কম ওয়েবসাইট থেকে পরিবহন টিকিট বুকিং করতে পারবেন।
“শ্যামলী পরিবহন অনলাইন টিকিট কাটার” জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে এই https://shyamolitickets.com ওয়েবসাইট ভিজিট করুন।
From অপশনে থেকে যাত্রার স্টেশন কাউন্টার সিলেক্ট করুন এবং To অপশনে যেখানে যাত্রা শেষ করবেন সেই কাউন্টার সিলেক্ট করুন।
যাত্রার তারিখ সিলেক্ট করুন, Coach Type অপশন থেকে এসি, ননএসি সিলেক্ট করে Search Schedule অপশনে ক্লিক করে পরিবহন থেকে সিট বুকিং করুন।
পছন্দের সিট সিলেক্ট করে আপনার নাম, জেন্ডার, মোবাইল নম্বর এবং ইমেইল নম্বর দিয়ে অনলাইন পেমেন্ট করে শ্যামলী পরিবহন অনলাইন টিকিট বুকিং করুন।
শ্যামলী পরিবহনের অগ্রিম অনলাইন টিকিট বুকিং করা সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে জানতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
ধাপ ১ : শ্যামলী পরিবহন ওয়েবসাইটে প্রবেশ করুন
আপনার মোবাইল বা কম্পিউটার থেকে শ্যামরী পরিবহনের টিকিট বুকিং করার জন্য প্রথমে ভিজিট করুন https://shyamolitickets.com ওয়েবসাইটে।
ধাপ ২ : শ্যামলী পরিবহন সার্চ করুন
আপনার গন্তব্যে যাওয়ার জন্য পরিবহন সার্চ করুন। From অপশনে আপনার যাত্রা শুরুর স্থান সিলেক্ট করুন। To অপশনে আপনি কোথায় যেতে চান সেটা সিলেক্ট করুন।
এরপর যাত্রার তারিখ সিলেক্ট করুন, Coach Type অপশন থেকে এসি পরিবহনে যেতে চান নাকি ননএসি পরিবহনে যেতে চান সেটা সিলেক্ট করুন। শেষে Search Schedule অপশনে ক্লিক করে পরিবহন সিলেক্ট করুন।
এখানে আপনি বিভিন্ন সময়ে আপনার গন্তব্যে যাওয়ার জন্য বেশ কয়েকটি শ্যামলী পরিবহনের লিস্ট দেখতে পাবেন। আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি পরিবহন সিলেক্ট করুন।
ধাপ ৩ : সিট বুকিং করুন এবং যাত্রীর তথ্য দিন
আপনার পছন্দের সিট সিলেক্ট করুন। সবুজ রঙের সিট গুলো ফাঁকা আছে, সেখান থেকে পছন্দ মতো সিট সিলেক্ট করুন।
এরপর যাত্রীর নাম, জেন্ডার, মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস লিখে Continue অপশনে ক্লিক করুন।
ধাপ ৪ : পেমেন্ট করুন
আপনার বুকিং করা অনলাইন টিকিটের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এবার আপনাকে টিকিটের মূল্য পরিশোধ করতে চান।
আপনি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, অন্যান্য) ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন টিকিট এর মূল্য পরিশোধ করতে পারবেন।
ধাপ ৫ : টিকিট সংগ্রহ করে প্রিন্ট করুন
মূল্য পরিশোধ করার পরে ব্রাউজার থেকে শ্যামলী পরিবহনের অনলাইন টিকিট সংগ্রহ করতে পারবেন। তাছাড়া আপনার ইমেইল এড্রেসে টিকিটের একটি কপি পাঠিয়ে দেওয়া হবে।
উক্ত টিকিট সংগ্রহ করে প্রিন্ট করে শ্যামলী পরিবহনে আপনার গন্তব্যে যাত্রা করতে পারবেন।
শ্যামলি পরিবহন মোবাইল নম্বর
অনেকে অনলাইনে শ্যামলী পরিবহনের টিকিট কাটতে একটু ঝামেলা মনে করেন। তারা চাই কাউন্টারে মোবাইল করে টিকিট বুকিং করতে পারবেন।
দেশের সকল শ্যামলী পরিবহনের মোবাইল নম্বর নিচে উল্লেখ করা হয়েছে। উক্ত কাউন্টারের নম্বর ব্যবহার করে টিকিট কাটতে বা বুকিং করতে পারবেন।
- আসাদ গেইট, ঢাকা 01714 619173
- টেকনিক্যাল, ঢাকা 01865 068922
- গাবতলি, ঢাকা 01865 068925
- আব্দুল্লাহপুর, ঢাকা 01865 068930
- মালিবাগ, ঢাকা 01865 068930
- দামপারা, চট্টগ্রাম 01908 899560
- বিআরটিসি, চট্টগ্রাম 01908 899534
- এ কে খান, চট্টগ্রাম 01908 899563
- সুগন্ধা, কক্সবাজার 01908 899569
- সি পার্ক, কক্সবাজার 01908 899568
- উর্মী অতিথি, কক্সবাজার 01908 899567
- কক্সবাজার টার্মিনাল 01908 899571
- শওকত, কক্সবাজার 01908 899570
- বান্দরবান 01908 899572
- রাঙ্গামাটি 01908 899573
- খাগড়াছড়ি 01908 899574
- কাপ্তাই 01908 899575
- ফটিকছড়ি 01908 899576
- টেকনাফ 01908 899578
- কদমতলী, সিলেট 01908 899579
- হুমায়ুন চত্বর, সিলেট 01908 899580
- মৌলভীবাজার 01908 899584
- সুনামগঞ্জ 01908 899585
- চাতক 01908 899586
- রাজশাহী 01908 899589
- চ্যাপাই 01908 899590
- রোহানপুর 01908 899592
- নাটোর 01908 899593
- পাবনা 01908 899594
- বগুড়া 01908 899595
- নওগাঁ 01908 899596
- জয়পুরহাট 01908 899597
- বেনাপোল 01908 899602
- রংপুর 01908 899603
- সাইদপুর 01908 899604
- ফুলবাড়ি 01908 899605
- দিনাজপুর 01908 899606
- গাইবান্ধা 01908 899608
- নীলফামারী 01908 899609
- ঠাকুরগাঁও 01908 899612
- পঞ্চগড় 01908 899613
- তেতুলিয়া 01908 899614
- বাংলাবান্ধা 01908 899615
- কুড়িগ্রাম 01908 899616
- কুষ্টিয়া 01908 899619
- মেহেরপুর 01908 899620
- পাবনা 01908 899636
শ্যামলী পরিবহনের নতুন কোনো কাউন্টার তৈরি করলে এখানে আপডেট করে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
শ্যামলী পরিবহন টিকিট মূল্য
বাংলাদেশে পরিবহন সার্ভিস গুলোর মধ্যে অন্যতম সেরা শ্যামলী পরিবহন। দীর্ঘদিন ধরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, কক্সবাজার, সহ আরো বিভিন্ন রুটে সুনামের সাথে সার্ভিস দিয়ে আসতেছে।
আপনি যদি শ্যামলী বাস টিকেট মূল্য জানতে চান তাহলে এটা আপনার যাত্রার উপর নির্ভর করবে। আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার যাত্রা করতে চান তাহলে এসি ১৫০০ টাকা এবং ননএসি ৮০০ টাকা।
আবার যদি ঢাকা থেকে সরাসরি কলকাতা (ভারত) যেতে চান তাহলে টিকিট মূল্য হবে এসি ১৯০০ টাকা এবং ননএসি ১৭০০ টাকা।
শ্যামলী পরিবহন টিকিট কাউন্টার
দেশের বিভিন্ন প্রান্তে শ্যামলী পরিবহন টিকিট কাউন্টার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু টিকিট কাউন্টারের নাম হলো টেকনিক্যাল ঢাকা, গাবতলি ঢাকা, আব্দুল্লাহপুর ঢাকা, আসাদ গেইট ঢাকা, মালিবাগ ঢাকা, এ কে খান চট্টগ্রাম, দামপাড়া চট্টগ্রাম, বিআরটিসি চট্টগ্রাম, সি পার্ক কক্সবাজার, সুগন্ধা কক্সাবাজার, বান্দারবন, খাগড়াছড়ি, টেকনাফ, সিলেট, বরিশাল, সুনামগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, যশোর, রাজশাহী, পাবনা, নাটোর সহ বাংলাদেশ অধিকাংশ জেলায় শ্যামলী পরিবহন টিকিট কাউন্টার রয়েছে।
ই টিকিট সম্পর্কে আরো তথ্য পড়ুন
- ট্রেনের টিকিট চেক
- অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়
- ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম
- বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং
শেষ কথা
আজকে আমরা জানলাম শ্যামলী পরিবহন অনলাইন টিকিট বুকিং বা টিকিট কাটার নিয়ম, কাউন্টারের মোবাইল নম্বর, টিকিট মূল্য সহ আরো বিভিন্ন ধরনের তথ্য।
এই আর্টিকেল সম্পর্কে কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করুন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আসসালামু আলাইকুম স্যার।
আপনাদের চট্টগ্রাম টু ঢাকা সিডিউল টাইম ও ঢাকার কোন কোন কাউন্টারে পর্যন্ত যায়।এবং চট্টগ্রাম থেকে যেতে মিনিমাম কতক্ষণ সময় লাগে দিনে ও রাতে আর টিকিট মূল্য জানাবেন। আমি সময় ও সিডিউল দেখে টিকিট কাটতে হবে তাই ২০তারিখের আগে করে যাবো।
assa