ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম

বর্তমানে পৃথিবীতে ৭ টি মহাদেশ রয়েছে। এই মহাদেশ গুলোর মধ্যে ইউরোপ মহাদেশ একটি। আজকের আর্টিকেলে ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম জানাবো।

পৃথিবীতে যত গুলো মহাদেশ রয়েছে তাদের মধ্যে ইউরোপ মহাদেশের দেশ গুলো অনেক উন্নত। এজন্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ উন্নত জীবনযাপন এবং বেশি অর্থ আয় করার জন্য ইউরোপ মহাদেশের দেশগুলোতে যেতে আগ্রহ প্রকাশ করে।

আপনাদের মধ্যে অনেকে আছেন যারা ইউরোপ মহাদেশে কত গুলো দেশ রয়েছে এবং সেই দেশ গুলোর নাম জানেন না। তাই আজকের আর্টিকেলে আমরা জানবো ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি?

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি

বর্তমানে ইউরোপ মহাদেশে ৫০ টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এই দেশ গুলোর নাম হলে আলবেনিয়া, আর্মেনিয়া, অ্যান্ডোরা, আজারবাইজান, অস্ট্রিয়া, বসনিয়া, বেলজিয়াম, বেলারুশ, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, চেক প্রজাতন্ত, ফ্রান্স, ফিনল্যান্ড, ইস্তোনিয়া, জার্মানি, জর্জিয়া, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ইতালি, লাতভিয়া, কাজাখস্তান, লিশটেনস্টাইন লিথুনিয়ার, লুক্সেমবুর্গ, ম্যাসেডোনিয়া, মলদোভা, মাল্টা, মন্টিনেগ্রো, মোনাকো, নরওয়ে, নেদারল্যান্ডস, পর্তুগাল, পোল্যান্ড, রাশিয়া, রোমানিয়া, সার্বিয়া, সান মারিনো, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেন, ইউক্রেন, তুরস্ক, যুক্তরাজ্য, ভ্যাটিকান সিটি।

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি

এছাড়া আরো ইউরোপ মহাদেশে অনেক গুলো দেশ রয়েছে। যেগুলো এখনো জাতিসংঘের সদস্য লাভ করতে পারেনি। যেমন কসোভো, উত্তর সাইপ্রাস, দক্ষিণ ওশেটিয়া ইত্যাদি।

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী এবং জনসংখ্যা

নামজনসংখ্যারাজধানী
আলবেনিয়া২,৮৩১,৭৪১তিরানা
আর্মোনিয়া ৩,২২৯,৯০০ইয়েরেভান
অ্যান্ডোরা৬৮,৪০৩আন্দরা লা ভেলিয়া
আজারবাইজান৯,১৬৫,০০০বাকু
আস্ট্রিয়া৮,১৬৯,৯২৯ইয়েরেভান
বেলজিয়াম১১,০০৭,০০০ব্রাসেলস
বেলারুশ৯,৪৫৮,০০০মিনস্ক
বসনিয়া৩,৮৪৩,১২৬সায়ায়েভো
বুলগেরিয়া৭,৬২১,৩৩৭সফিয়া
ক্রোয়েশিয়া৪,৪৩৭,৪৬০জাগরেব
চেক প্রজাতন্ত১০,২৫৬,৭৬০প্রাগ
সাইপ্রাস৭৮৮,৪৫৭নিকোসিয়া
ডেনমার্ক৫,৫৬৪,২১৯কোপেনহেগেন
ইস্তোনিয়া১,৩৪০,১৯৪তাল্লিন
ফ্রান্স৬৩,১৮২,০০০প্যারিস
ফিনল্যান্ড৫,১৫৭,৫৩৭হেলসিঙ্কি
জার্মানি৮৩,২৫১,৮৫১বার্রিন
জর্জিয়া৪,৬৬১,৪৭৩তিবিলিসি
হাঙ্গেরি১০,০৭৫,০৩৪বুদাপেস্ট
গ্রিস১১,১২৩,০৩৪অ্যাথেন্স
ইতালি৫৯,৫৩০,৪৬৪রোম
আয়ারল্যান্ড৪,২৩৪,৯২৫ডাবলিন
আইসল্যান্ড৩০৭,২৬১রেইকিয়াভিক
লাতভিয়া২,০৬৭,৯০০রিগা
কাজাখস্তান১৫,২১৭,৭১১আস্তানা
লুক্সেমবুর্গ৪৪৮,৫৬৯লুক্সেমবুর্গ
লিথুনিয়া২,৯৮৮,৪৪০ভিলনিউস
লিশটেনস্টাইন৩২,৮৪২ফাড়ুৎস
মাল্টা৩৯৭,৪৯৯ভল্লোত্তা
মলদোভা৪,৪৩৪,৫৪৭কিশিনেভ
মোনাকো৩১,৯৮৭মোনাকো
মন্টিনিগ্রো৬১৬,২৫৮পোডগোরিকা
নরওয়ে৫,০১৮,৮৩৬আসলো
নেদারল্যান্ডস১৬,৯০২,১০৩আমস্টারডাম
পর্তুগাল১০,৪০৯,৯৯৫লিসবন
পোল্যান্ড৩৮,৬২৬,৪৭৮ওয়ার্কা
রাশিয়া১৪২,২০০,০০০মস্কো
রোমানিয়া২১,৬৯৮,১৮১বুখারেস্ট
স্লোভেনিয়া ২,০৫০,১৮৯লিউব্লিয়ানা
স্লোভেকিয়া৫,৪২২,৩৬৬ব্রাতিস্লাভা
সার্ভিয়া৭,১২০,৬৬৬বেলগ্রেড
সুইডেন৯,০৯০,১১৩স্টকহোম
সুইজারল্যান্ড৭,৫০৭,০০০বের্ন
স্পেন৪৭,০৫৯,৫৩৩মাদ্রিদ
যুক্তরাজ্য৬১,১০০,৮৩৫লন্ডন
তুরস্ক৭৫,৬২৭,৩৮৪আস্কারা
ইউক্রেন৪৮,৩৯৬,৪৭০কিয়েভ
ভ্যাটিক্যান সিটি৯০০ভ্যাটিক্যান সিটি
ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী এবং জনসংখ্যা

ইউরোপের ২৬ টি দেশের নাম

ইউরোপের উল্লেখযোগ্য ২৬ টি দেশের নাম হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন, রাশিয়া, পোল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ইতালি, সুইজারল্যান্ড, তুরস্ক, পর্তুগাল, গ্রিস, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত, নরওয়ে, বেলজিয়াম, বেলারুশ, আজারবাইজান, সার্ভিয়া, বুলগেরিয়া, মাল্টা, ইউক্রেন, রোমানিয়া, আয়ারল্যান্ড।

এছাড়া ইউরোপ মহাদেশে আরো অনেক দেশ রয়েছে। উপরে ইউরোপ মহাদেশের ৫০ টি দেশের নাম ও রাজধানী এবং জনসংখ্যা উল্লেখ করা হয়েছে।

শেষ কথা

আজকে আমরা জানলাম ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম এবং ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে ও কি কি সেই সম্পর্কে এই বিষয় কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

FAQ

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে ও কি কি?

বর্তমানে ইউরোপ মহাদেশে ৫০ টির বেশি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এই দেশ গুলোর নাম, রাজধানী এবং জনসংখ্যা উপরে উল্লেখ করেছি।

ইউরোপের মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি?

ইউরোপের মধ্যে সবচেয়ে আয়তনে ও জনসংখ্যা দিক থেকে বড় দেশ রাশিয়া (Russia). শুধু ইউরোপের মধ্যে নয় পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া।

ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?

ইউরোপ মহাদেশের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিক্যান সিটি। সেখানে মাত্র ৯০০ মানুষ বসবাস করেন।

ইউরোপ কোথায় অবস্থিত?

ইউরোপ হলো ইউরেশিয়ান সুপারমহাদেশের একটি উপদ্বীপ। ইউরোপ মহাদেশের উত্তরে আর্কটিক মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর দ্বারা বেষ্টিত।

ইউরোপ সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *