অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম (Singapore visa check)

যারা নতুন সিঙ্গাপুর ভিসা বা সিঙ্গাপুর কাজের ভিসা হাতে পেয়েছেন তাদের অবশ্যই উচিত অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক করা।

আপনারা যারাব বাংলাদেশের থেকে সিঙ্গাপুর কাজের ভিসা পেয়েছেন তাদের ভিসা সঠিক কিনা সেটা যাচাই করে দেখে নিবেন।

অনেকে বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের মাধ্যমে ভিসা গ্রহণ করেন। কিছু কিছু ক্ষেত্রে তারা আপনার ভুয়া ভিসা দিয়ে থাকে। এর ফলে আপনি বিদেশে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। 

তাই আপনারা যারা সিঙ্গাপুর ভিসা পেয়েছেন তারা বিদেশ যাওয়ার আগে অবশ্যই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নিবেন।

অনেকে জানা না কিভাবে ভিসা চেক করতে হবে। সকল দেশের অনলাইনে চেক করার নিয়ম বলেছি এই আর্টিকেলের মাধ্যমে। নিচে থেকে পড়ে নিবেন। 

নিচে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।

পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক | Singapore visa check by passport number

পাসপোর্ট নাম্বার দিয়ে সিঙ্গাপুর ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://service2.mom.gov.sg/workpass/enquiry/search ওয়েবসাইট। এরপর আপনার Date of birth এবং Passport Number সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার লিখুন। তারপর I,m not a robot অপশনে টিক চিহ্ন দিয়ে ক্যাপচা পূরণ করুন। শেষে Submit অপশনে ক্লিক করলে ভিসার তথ্য দেখতে পাবেন।

অনলাইনে সিঙ্গাপুর ভিসা চেক করার নিয়ম (Singapore visa check)

আপনি যদি সিঙ্গাপুর ভিসা যাচাই করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট নাম্বার এবং জন্ম তারিখ।

এবার নিচের ধাপ গুলো অনুসরণ করে Singapore visa check করুন।

#ধাপ ১ – ভিসা চেক করার লিংকে যান

ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে ভিজিট করতে হবে এই https://www.mom.gov.sg/eservices/services/check-work-pass-and-application-status লিংকে। এবার নিচের ছবির মতো একটি পেজ বা ওয়েবসাইট দেখতে পাবেন। 

Check work pass and application status অপশনে ক্লিক করুন। আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। নিচের ছবিতে দেখতে পাচ্ছেন।

এখান থেকে আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন। তবে, আমার পরামর্শ হলো ইংরেজি ভাষা সিলেক্ট করবেন। তাহলে ভিসার তথ্য জানতে সহজ হবে।

English ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিচে থাকা Continue অপশনে ক্লিক করুন। 

এই পেজ থেকে Start অপশনে ক্লিক করলে ভিসা চেক করার নতুন ওয়েবসাইট আপনাকে নিয়ে যাওয়া হবে। 

#ধাপ ২ – ভিসা চেক করুন

ভিসা চেক করার জন্য Date of birth অপশনে আপনার জন্ম তারিখ লিখুন। Select one অপশন থেকে Passport number সিলেক্ট করুন।

পাসপোর্ট নাম্বার সঠিক ভাবে লিখে I’m not a robot অপশনে টিক চিহ্ন দিয়ে ক্যাপচা পূরণ করে নিচের থাকা Submit অপশনে ক্লিক করুন।

তাহলে আপনি নিজের সিঙ্গাপুরের ভিসার সকল তথ্য দেখতে পাবেন। এই নিয়মে আপনি সিঙ্গাপুরের সকল ভিসা চেক করতে পারবেন।

FAQ (প্রশ্ন উত্তর)

সিঙ্গাপুর ভিসা চেক করতে কি কি লাগে?

সিঙ্গাপুর ভিসা চেক করার জন্য আপনার জন্ম তারিখ এবং পাসপোর্ট নাম্বার লাগে।

সিঙ্গাপুর সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *