২০২৪ সালে সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত জন

বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মুসলিম সৌদি আরব। সৌদি আরবের শতকরা ১০০% নাগরিক মুসলিম হলেও অনেকে জানতে চেয়েছেন সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত জন রয়েছে।

এশিয়ার আরব দেশ গুলোর মধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ সৌদি আরব। সৌদি আরবের আয়তন ২১.৫ লাখ বর্গ কিলোমিটার।

বর্তমানে দেশটিতে প্রায় ১ কোটির বেশি লোক বিভিন্ন দেশ হতে কর্মী হিসেবে কাজ করে। এদের মধ্যে বিভিন্ন ধর্মের লোক রয়েছে।

সৌদি আরবের উত্তরে ইরাক ও জর্দান, দক্ষিণে ইয়েমেন, পূর্বে কাতার ও বাহরাইন এবং পশ্চিমে আবর সাগর অবস্থিত।

সৌদি আরব মোট ৫টি রাজ্যে বিভক্ত। এই রাজ্য গুলো হলো আরার, নজদ, হেজাজ, আসির এবং আহসা। সৌদি পুরোপুরি রাজতন্ত্র হিসেবে দেশ পরিচালিত হয় এবং ইসলামের আইন অনুসরণ করা হয়।

মুসলমানদের দুইটা পবিত্র মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর কারণে অনেকে সৌদি আরবকে দুই পবিত্র মসজিদের দেশ বলে।

সৌদি আরব অর্থনীতে এতোটাই উন্নত দেশ যে জি-২০ প্রধান অর্থনৈতিক শক্তির সদস্য তারা। বর্তমানে সৌদি আরব পৃথিবীর অন্যতম সর্বোচ্চ তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশ। তেলের কারণে তাদের অর্থনীতি বৃদ্ধি পেয়েছে।

সৌদি আরবের শতকরা ৮০.৫% নাগরিক শিক্ষিত।তারা উন্নত জীবনযাপন করে। অপরাধের দিক থেকে হার প্রায় শূন্য। তাছাড়া সবাই ইসলামি শরিয়া মেনে পোশাক পরিধান করে।

সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত

যদিও সৌদি আরব বিশ্বের বৃহত্তর মুসলিম দেশ কিন্তু হিন্দু ধর্ম সৌদি আরবের তৃতীয় বৃহত্তর ধর্ম। বর্তমানে সৌদি আরবে হিন্দু জনসংখ্যা প্রায় ১.৩%। ২০২৪ সালের তথ্য অনুসারে সৌদি আরবে হিন্দু জনসংখ্যা প্রায় ৪৫১,৮৯৬ জন এবং এই জনসংখ্যা প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে।

সৌদি আরবে যে হিন্দু জনসংখ্যা রয়েছে তারা বেশি ভাগ ভারতীয় এবং নেপালের বংশোদ্ভূত। সৌদিতে পর্যাপ্ত হিন্দু জনসংখ্যা থাকলেও হিন্দুদের জন্য কোনো মন্দির নেই।

শেষ কথা

আজকে আমরা জানলাম বর্তমানে সৌদি আরবে হিন্দু জনসংখ্যা কত জন। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

FAQ

সৌদি আরবের জনসংখ্যা কত?

বর্তমানে ২০২৩ সালে এসে সৌদি আরবের মোট জনসংখ্যা প্রায় ৪ কোটির বেশি। এই জনসংখ্যার মধ্যে শতকরা ১০০% মানুষ মুসলমান।

সৌদি আরবের রাজ্য কয়টি?

সৌদি আরব মূলত ৫টি রাজ্য নিয়ে গঠিত। এই রাজ্য গুলো হলো আসির, আহসা, হেজাজ, নজদ ও আরার।

সৌদি আরবের মাথাপিছু আয় কত?

সৌদি আরবের মাথাপিছু আয় ২২,৯৩৫ মার্কিন ডলার। ধীরে ধীরে তাদের মাথাপিছু আয় আরো বৃদ্ধি পাচ্ছে।

সৌদি আরব সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ তথ্য জানুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *