কানাডা ভিসা আবেদন ফরম ২০২৪ | Canada visa application form

কিভাবে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করবেন, কানাডা ভিসা আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগে এবং কানাডা ভিসা আবেদন কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সুন্দর ও উন্নত দেশ কানাডা। আমেরিকার পরে আমাদের সবার স্বপ্ন কানাডা যাওয়ার। আপনি চাইলে কোনো দালাল ছাড়া নিজে নিজে অনলাইনে কানাডা ভিসা আবেদন করতে পারবেন।

আজকের আর্টিকেলে আমরা জানবো সরকারি ভাবে কানাডা যাওয়ার উপায়, কিভাবে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করবেন, ভিসা খরচ কত টাকা এবং কানাডা ভিসা আবেদন কেন্দ্র গুলোর সম্পর্কে।

কানাডা ভিসা আবেদন ফরম ২০২৪ | Canada visa application form

আপনি যদি সরকারি ভাবে কানাডা যেতে চান তাহলে canada.ca ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করার সকল প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে পারবেন।

এরপর আপনার বায়োমেট্রিক তথ্য প্রদান করার জন্য কানাডিয়ান কনস্যুলেট অফিসে যেতে হবে। সেখানে আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে।

নিচে থেকে অনলাইনে কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করার নিয়ম অনুসারণ করুন-

কানাডা ভিসা আবেদনের জন্য ভিজিট করুন Work in canada ওয়েবসাইটে। তারপর মেন্যু অপশন থেকে Immigration and citizenship অপশনে ক্লিক করে Sign in or create an account to apply online অপশনে ক্লিক করে একাউন্ট রেজিস্ট্রার করুন।

আপনার ইমেইলে আসা কোড দিয়ে একাউন্ট ভেরিফাই করুন। তারপর Fine an application from অপশনে ক্লিক করে আপনার পছন্দের ভিসা ফরম সিলেক্ট করে আবেদন করুন।

আপনার পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র আপলোড করুন। আবেদন প্রক্রিয়া শেষ করার জন্য Pay your fees অপশনে ক্লিক করে ফি পরিশোধ করুন।

কানাডা ভিসা আবেদন ফরম ২০২৪

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন ফরম পূরণ করার জন্য https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/work-canada.html এই ওয়েবসাইট ভিজিট করে আবেদন করুন। একই ভাবে আপনি কানাডা টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। কানাডা টুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া জানতে ভিজিট করুন https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada/steps-apply-visitor-visa.html এই ওয়েবসাইট।

কানাডা ভিসা আবেদন কেন্দ্র কোথায়

অনলাইনে আপনার যদি নিজে নিজে আবেদন করতে অসুবিধা হয়, তাহলে সরকারি ভাবে কানাডা ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে কোনো ধরনের সমস্যা ছাড়াই ভিসা আবেদন করতে পারবেন।

বাংলাদেশের ৩ টি বিভাগে কানাডা ভিসা আবেদন কেন্দ্র রয়েছে। এই কেন্দ্র গুলোর ঠিকানা নিচে উল্লেখ করা হয়েছে।

কানাডা ভিসা আবেদন কেন্দ্র – ঢাকা ৪র্থ তলা, ডেল্টা লাইফ টাওয়ার, প্লট ৩৭, রোড নং ৯০, উত্তর গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ।
কানাডা ভিসা আবেদন কেন্দ্র – চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ৫ম তলা, ১০২-১০৩, আগ্রাবাদ, সি/এ, চট্টগ্রাম, বাংলাদেশ।
কানাডা ভিসা আবেদন কেন্দ্র – সিলেট ৭ম তলা, নির্ভানা ইন, মির্জা জঙ্গল রোড, রামেরধিগির পাড়, সিলেট-৩১০০, বাংলাদেশ।
কানাডা ভিসা আবেদন কেন্দ্র

কনাডা ভিসা আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগে

  • আবেদনকারীর বৈধ পাসপোর্ট, মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন সনদ।
  • বিবাহিতদের জন্য মেরেজ সার্টিফিকেট।
  • ব্যাংক ব্যালেন্স কমপক্ষে ১০ লক্ষ টাকা দেখাতে হবে।
  • কানাডার কনস্যুলেট থেকে ছবি ও ফিঙ্গার প্রিন্ট।
  • ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরে আসার প্রতিশ্রুতিপত্র। 
  • কানাডার আবেদনপত্র ফরমের প্রিন্ট কপি।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। 
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট।
  • IELTS পরিক্ষায় কমপক্ষে ৬ পয়েন্ট পেতে হবে।
  • করোনা ভাইরাসের টিকা কার্ড।

উপরে উল্লেখ করা ডকুমেন্টস গুলো নিয়ে আপনার নিকটস্থ কানাডার কনস্যুলেট গিয়ে ভিসা প্রসেসিং করতে পারবেন।

কানাডা ভিসা খরচ কত টাকা

কানাডা যাওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে। একেক ক্যাটাগরির ভিসার জন্য একেক রকম খরচ হয়। নিচে কানাডা ভিসার সরকারি খরচের তালিকা দেওয়া হলো।

কানাডা ভিসা ক্যাটাগরি কানাডা ডলার বাংলাদেশ টাকা
ওয়ার্ক পারমিট (এক্সটেনশন সহ) 155$ 12,470.99
ওয়ার্ক পারমিট (এক্সটেনশন সহ ৩ জন বা তার বেশি) 465$ 36,688.86
ভিজিট ভিসা (সিঙ্গেল) 100$ 8,045.80
ভিজিট ভিসা ফ্যামেলি (৫ জন বা তার অধিক) 500$ 40,240.44
স্টুডেন্ট ভিসা  150$ 12,072.13
ইন্টারন্যাশনাল এক্সপ্রিয়েস কানাডা 161$ 12,955.47
ইলেক্ট্রনিক ট্র্যাভেল অথোরাইজেশন 7$ 563.37
কানাডা ভিসা খরচ কত

শেষ কথা

আজকে আমরা জানলাম কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করার নিয়ম, কানাডা ভিসা আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগে, কত টাকা খরচ হবে সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন।

FAQ

অনলাইনে কানাডা ভিসা আবেদন ফরম কোথায় পাবেন?

অনলাইনে কানাডা ভিসা আবেদন ফরম canada.ca ওয়েবসাইটে পেয় যাবেন।

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা কত টাকা খরচ হয়?

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা পেতে ১০ লক্ষ টাকা থেকে ১২ লক্ষ টাকা খরচ হবে।

কানাডা ভিসা প্রসেসিং ফি কত টাকা সরকারি খরচ?

কানাডা ভিসা প্রসেসিং ফি সরকারি খরচ ১৫০০০ টাকা।

কানাডায় প্রত্যেক বছর কতজন কর্মী নেয়?

কানাডা সরকার প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কাজে ৩ লাখের বেশি কর্মী নেয়।

কানাডা সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

10 Comments

  1. কানাডা ভিসা বিষয় টা জানলাম ভাল লাগল

  2. ভাই আমি জাওয়ার চাই তা কেমনক কি করব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *