কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট ইন বাংলাদেশ | কানাডা যাওয়ার এজেন্সি
আপনি কি বাংলাদেশ থেকে কানাডা যেতে চাচ্ছেন তাহলে কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট ইন বাংলাদেশ বা কানাডা যাওয়ার এজেন্সি গুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।
উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত পৃথিবীর অন্যতম সুন্দর ও উন্নত একটি দেশ কানাডা। কানাডা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। দশটি প্রদেশ তিনটি অঞ্চল ও আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর এবং উত্তর আর্কটিক মহাসাগর পর্যন্ত এর বিস্তৃত।
কানাডা বিশ্বের সবচেয়ে ধনী দেশ গুলোর মধ্যে একটি এবং জি৮ (G8) গ্রুপের সদস্য। কানাডা ধনী দেশ হওয়ায় পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ উন্নত জীবনযাপন করার আশায় কানাডা যেতে চাই।
বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজর মানুষ ওয়ার্ক পারমিট ভিসা, ভিজিটর ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডা যাচ্ছেন। যারা নতুন করে বাংলাদেশ থেকে কানাডা যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানেন না কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট ইন বাংলাদেশ বা কাদের মাধ্যমে ভিসা আবেদন করতে হবে।
তাছাড়া অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশীদের জন্য কানাডা ভিসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার এবং আপনাকে অনেক গুলো শর্ত অনুসারণ করতে হবে।
তাই আপনি কানাডা ভিসা পেতে সরকারি ভাবে বা কোনো এজেন্সির মাধ্যমে কানাডা ভিসা আবেদন করতে পারেন। তাহলে ভিসা পেতে অনেকটা সহজ হবে।
কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট ইন বাংলাদেশ | Canada visa processing agent in bangladesh
বাংলাদেশ থেকে আপনারা যারা কানাডা যেতে চাচ্ছেন তারা কানাডা ভিসা প্রসেসিং এজেন্টদের সাথে যোগাযোগ করে সহজে কানাডা যেতে পারবেন। বাংলাদেশে অনেক গুলো বিশ্বাস্ত এজেন্ট রয়েছে।
যারা আপনাকে কানাডা ভিসা আবেদন প্রসেসিং থেকে শুরু করে কানাডা যাওয়া এবং সেখানে কাজের ব্যবস্থা করে দিবে। তাছাড়া আপনার কোনো সমস্যা হলে তারা আপনাকে সাহায্য করার চেষ্টা করবে।
নিচের বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার এজেন্সি গুলোর নাম এবং ওয়েবসাইট উল্লেখ করা হয়েছে-
কানাডা ভিসা প্রসেসিং এজেন্সি | ওয়েবসাইট |
VFS Global | https://visa.vfsglobal.com/bgd/bn/can/ |
SA Associates | https://saavisa.com/ |
Airwaysbd | https://airwaysbd.com/canada-visa-from-bangladesh/ |
Obokash | https://www.obokash.com/canada-visa |
উপরে উল্লেখ করা এজেন্সির নাম এবং ওয়েবসাইট ভিজিট করে আপনি কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট গুলোর সাথে যোগাযোগ করতে পারবেন। কানাডা ভিসা প্রসেসিং ফি ১৫০০ টাকা প্রদান করতে হবে।
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে সরকারিভাবে কানাডা যাওয়ার জন্য আপনার IELTS করতে হবে এবং IELTS স্কোর সর্বনিন্ম ৬ পেতে হবে। সরকারিভাবে কানাডা যাওয়ার জন্য আপনার নিকটস্থ বিএমইটি (BMET) কার্যালয় থেকে কানাডা ভিসা আবেদন করতে হবে।
কানাডা ভিসা প্রসেসিং এজেন্টদের তুলনায় অনেক কম খরচে আপনি কানাডা যেতে পারবেন। তবে সরকারিভাবে কানাডা যেতে অনেক সময় লাগে।
তাছাড়া আপনি কানাডা চাকরি খোঁজার জন্য কানাডার গভমেন্ট ওয়েবসাইট jobbank.gc.ca ভিজিট করুন। এখান থেকে আপনার দক্ষতা অনুযায়ী জবের জন্য আবেদন করতে পারবেন।
কানাডা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন
- কানাডা হাই কমিশন, বাংলাদেশ।
- এড্রেস: জাতিসংঘ সড়ক, বারিধারা, ঢাকা -১২১২, বাংলাদেশ।
- অফিস টাইম: অফিস খোলা থাকে সোমবার থেকে রবিবার সকাল ৮ থেকে ১২ টা পর্যন্ত।
- ইমেইল: dhaka@intercational.gc.ca
- ওয়েবসাইট: www.international.gc.ca
শেষ কথা
আজকে আমরা জানলাম কানাডা ভিসা প্রসেসিং এজেন্ট ইন বাংলাদেশ সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।
FAQ
কানাডা যাওয়ার এজেন্সি গুলোর নাম?
বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার এজেন্সি গুলো হলো VFS Global, SA Associates, Airwaysbd, Obokash. এছাড়া আরো অনেক এজেন্সি রয়েছে।
কানাডা ভিসা প্রসেসিং ফি কত?
কানাডা ভিসা প্রসেসিং ফি বাংলাদেশের টাকায় ১৫ হাজার টাকা।
কানাডা যেতে কোন টিকা দিতে হবে?
বর্তমানে বাংলাদেশ সরকারের অনুমোদিত যেকোনো করোনা ভাইরাসের দুইটি ডোজ কমপ্লিট করলে আপনি কানাডা যেতে পারবেন। এজন্য আপনাকে টিকা কার্ড রেব করতে হবে।
আমি কানাডার একটি কম্পানিতে জব application করেছিলাম। এখন কম্পানি থেকে একটি email এসেছে। যেখানে তারা , ExRPV.Visa@migration.gv.at থেকে job reference no:……….. সহ কিছু attested forms এসেছে যা ফিলাপ করতে বলেছে।
অতএব, আমি কি ভাবে যাচাই করতে পারব। এবং কে আমাকে সঠিক নিদর্শনা দিতে পারে।দয়াকরে বিস্তারিত জানায়ে উপকৃত করবেন।
আপনি ফরম গুলো পূরণ করে জমা দেন। তারপর ভিসা পেলে চেক করে দেখা যাবে। আর কোম্পানি আসল নাকি নকল সেটা চেক করতে কোম্পানির লাইসেন্স নাম্বার দিয়ে সার্চ করলে কোম্পানি আসল নাকি নকল চেক করতে পারবেন।
কানাডা যেতে কত খরচ লাগে
10-12 lak taka
dhaka kon ajent pathaya janaben and number din please
Ok
I don’t have education certificate but I know English language. Which travel agent can send me to canada, England, or Australia ? I am a vocal artist and entertainer. I am capable as entertainer and comedian, room service, guest service, food server, etc. Which agency will be suitable for me ? Please inform me on my email id. Thanks.
Ok
সৌদি থেকে কানাডা যেতে কি করতে হবে
কত টাকা লাগবে
শিক্ষাগত যোগ্যতা কতটুকু দরকার
এই সম্পর্কে একটি কনটেন্ট পাবলিশ করবো। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ ❤️
সরকারি ভাবে যাওয়ার জন্য কি কি করতে হবে
সরকারি ভাবে কানাডা যেতে প্রবাসী কল্যাণ মন্ত্রলয়ার সাথে যোগাযোগ করুন।
Markwood working group company take offer Latter pisc?
Good Job