NESCO প্রিপেইড বিল চেক করার নিয়ম ২০২৪ (NESCO prepaid bill check)

নেসকো কনজ্যুমার নম্বর বা মিটার নম্বর ব্যবহার করে নেসকো প্রিপেইড কাষ্টমার পোর্টাল থেকে বা এসএমএস এর মাধ্যমে NESCO প্রিপেইড বিল চেক করার নিয়ম জানুন।

নর্দান ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি (নেসকো) বাংলাদেশের সরকারি মালিকানাধীন একটি বিদ্যুৎ বিতরণ কোম্পানি। Nesco বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্ধীনে আছে। যার সদরদপ্তর রাজশাহীর হেতেমখায় অবস্থিত।

নেসকো প্রিপেইড মিটারে বিদ্যুৎ সরবরাহ পাওয়ার  পূ্র্বে মিটার রিচার্জ করতে হবে। সেই রিচার্জ করা ব্যালেন্স শেষ হওয়ার আগেই আপনাকে আবার আগের মতো ব্যালেন্স রিচার্জ করতে হবে। তাই আপনাকে নিয়মিত মিটার চেক করতে হবে।

আপনারা যারা নেসকো প্রিপেইড মিটার ব্যবহার করেন তারা কনজ্যুমার নম্বর বা মিটার নম্বর ব্যবহার করে নেসকো কাষ্টমার পোর্টাল থেকে NESCO প্রিপেইড বিল চেক করতে পারবেন।

তাছাড়া এসএমএস (SMS) এবং বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে আপনারা নেসকো প্রিপেইড বিদ্যুৎ বিল চেক করতে পারবেন।

আপনি যদি নেসকো প্রিপেইড মিটার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে NESCO প্রিপেইড মিটার বিল চেক করতে পারবেন। অন্যান্য ব্যবহারকারীরা নেসকো কনজ্যুমার পোর্টালে লগইন করতে পারবেন না।

NESCO প্রিপেইড বিল চেক করার নিয়ম ২০২৪ (NESCO prepaid bill check)

অনলাইনে NESCO প্রিপেইড বিল চেক করার জন্য https://prepaid.nesco.gov.bd/login.php এই লিংকে প্রবেশ করুন। এবার আপনার কনজ্যুমার নম্বর বা মিটার নম্বর দিয়ে লগইন অপশনে ক্লিক করুন। এবার আপনি মিটারের বর্তমান ব্যালেন্স, পেমেন্ট হিষ্টোরি সহ অন্যান্য তথ্য জানতে পারবেন।

NESCO prepaid bill check

মোবাইলে এসএমএস এর মাধ্যমে NESCO প্রিপেইড বিল চেক করার নিয়ম

মোবাইলে এসএমএস (SMS) এর মাধ্যমে নেসকো প্রিপেইড বিল চেক করার জন্য আপনার হাতে থাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NESCO <space> বিল <space> জনজ্যুমার নম্বর বা মিটার নম্বর তারপর পাঠিয়ে দিবেন 9555 নম্বরে।

অল্প সময়ের মধ্যে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে নেসকো প্রিপেইড মিটারের বিল কত টাকা বা বিল ইনফরমেশন তথ্য।

NESCO অ্যাপের মাধ্যমে নেসকো প্রিপেইড বিল চেক করার নিয়ম

বর্তমানে নেসকো তাদের বিল চেক সহ অন্যান্য তথ্য যাচাই করার জন্য অ্যাপ তৈরি করেছে। এর আগে তাদের কোনো অ্যাপ ছিলো না। Google play store গিয়ে NESCO লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন।

নেসকো অ্যাপে মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে। এজন্য আপনার মোবাইল নাম্বারে নেসকো থেকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে উক্ত পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

নেসকো অ্যাপে আপনারা নেসকো কনজ্যুমার পোর্টাল এর ওয়েবসাইটের মতো ফিচার সমূহ পাবেন। যেমন-

  • নেসকো প্রিপেইড বিল চেক
  • নেসকো বিল পেমেন্ট
  • নেসকো বিল এবং রিচার্জ হিস্টোরি 
  • ইমারজেন্সি ব্যালেন্স গ্রহণ

শেষ কথা

আজকে আমরা জানলাম Northern Electricity Supply Company NESCO প্রিপেইড বিল চেক করার কয়েকটি নিয়ম সম্পর্কে। নেসকো প্রিপেইড বিল সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন।

FAQ

নেসকো প্রিপেইড বিল দেখার নিয়ম?

নেসকো প্রিপেইড বিল দেখার জন্য এই  https://prepaid.nesco.gov.bd/login.php লিংক ভিজিট করুন। এবার আপনার জনজ্যুমার নম্বর বা মিটার নম্বর লিখে লগইন অপশনে ক্লিক করলে বিল চেক করতে পারবেন।

NESCO কি?

NESCO এর পূর্ণরূপ হলো Northern Electricity Supply Company. এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর অর্ধীনে আছে। নেসকো সদরদপ্তর রাজশাহীর হেতেমখায় অবস্থিত।

আরো গুরুত্বপূর্ণ তথ্য পড়ুন

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *