প্রিপেইড মিটার হেল্প লাইন | Prepaid meter helpline
আপনি কি বিদুৎ প্রিপেইড মিটার ব্যবহার করে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাহলে প্রিপেইড মিটার হেল্প লাইন কল করে সমস্যার সমাধান করুন।
বর্তমানে আমাদের ব্যবহার করা বিদ্যুৎ প্রিপেইড মিটার এর সাহায্যে বিভিন্ন বিষয় মনিটরিং করা সম্ভব। যেমন বিদ্যুৎ ব্যবহার (দৈনিক এবং মাসিক), বর্তমান ব্যালেন্স, ভোল্টেজ, ইনপুট, আউটপুট, সাপ্লাই সহ আরো বিভিন্ন তথ্য।
যেহেতু আমরা নতুন বিদুৎ প্রিপেইড মিটার ব্যবহার করছি তাই এখনো অনেক বিষয় বুঝে উঠতে পারিনি। তাছাড়া মিটারে কোনো সমস্যা হলে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে সেটাও আমরা জানি না।
এজন্য আমাদের কাছে বিদ্যুৎ প্রিপেইড মিটার ব্যবহার করা বেশ কঠিন বলে মনে হয়৷ তবে আপনার যদি সব কিছু জানা থাকে তাহলে বিদুৎ প্রিপেইড মিটার অনেক সহজ মনে হবে।
আজকের আলোচনায় আমরা জানবো বিদুৎ প্রিপেইড মিটারে কোনো সমস্যা হলে কোথায় কল করে যোগাযোগ করবো বা তাদের হেল্প লাইন গুলোর সম্পর্কে।
বিদুৎ প্রিপেইড মিটার কি
বিদ্যুৎ প্রিপেইড মিটার হলো এমন এক ধরনের বিদুৎ পরিমাপক ডিভাইস যার মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করার পূর্বে টাকা নিচার্জ করতে হয়। টাকা রিচার্জ করার পরে বিদুৎ ব্যবহার করা যায়।
সহজে বলতে গেলে পূর্বে অর্থ প্রদান করে যে ডিভাইস বা মিটার গুলোতে বিদ্যুৎ ব্যবহার করা হয় এই ধরনের ডিভাইস বা মিটার গুলোকে বিদুৎ প্রিপেইড মিটার বলা হয়।
প্রিপেইড মিটার হেল্প লাইন (Prepaid meter helpline)
বর্তমানে বাংলাদেশে ৬ টি বিদুৎ বিতরণ কোম্পানি রয়েছে। যারা দেশের বিভিন্ন শহর বা এলাকায় বিদুৎ সরবরাহ করে থাকে। আপনার শহর বা এলাকায় কোন বিদ্যুৎ বিতরণ কোম্পানি বিদুৎ সরবরাহ করছে তা জানতে বিদুৎ বিল টোকেন থেকে জানতে পারবেন।
নিচে বিদ্যুৎ প্রিপেইড মিটার বা পোষ্ট পেইড মিটার গুলোর হেল্প লাইন বা যোগাযোগ নাম্বার গুলো দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিতরণ কোম্পানি | হেল্প লাইন নাম্বার |
বিপিডিবি | ১৬২০০ |
ডেসকো | ১৬১২০ |
নেসকো | ১৬৬০৩ |
ডিপিডিসি | ১৬১১৬ |
বিআরবি | ০১৭৯২ ৬২৩৪৬৭ |
ওজোপাডিকো | ১৬১১৭ |
আপনার বাসা বাড়িতে আপনি যে বিদুৎ প্রিপেইড বা পোষ্ট পেইড মিটার ব্যবহার করছেন উক্ত মিটারে কোনো সমস্যা হলে উপর নাম্বারে অভিযোগ করে সমস্যা সমাধান করুন।
বাংলাদেশে বিদুৎ বিতরণকারী কোম্পানির নাম
বর্তমানে বাংলাদেশে বিভিন্ন শহর বা এলাকায় বিদুৎ বিতরণকারী ৬টি কোম্পানির নাম নিচে উল্লেখ করা হয়েছে।
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরবি) এর অধিনে ৮০ টি সমিতি দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষকে বিদ্যুৎ সংযোগ দেয়। বাকি ২৫ শতাংশ মানুষকে ৫ টি কোম্পানি বিদুৎ সংযোগ সরবরাহ করছে।
- ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি ঢাকার সাভার ও টঙ্গী এলাকায় বিদুৎ বিতরণ করে।
- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ঢাকা রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় বিদুৎ বিতরণ করে।
- নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি রাজশাহী ও রংপুর এলাকায় বিদুৎ বিতরণ করে।
- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বরিশাল ও খুলনা এলাকায় বিদুৎ বিতরণ করে।
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বাকি এলাকা গুলোতে বিদ্যুৎ সরবরাহ করে।
বিদুৎ প্রিপেইড মিটার ব্যবহার করতে হলে আপনাকে যে বিষয় গুলো জানতে হবে
- বিদুৎ প্রিপেইড মিটার কোন কোম্পানির।
- প্রিপেইড মিটারে কোন কোড টিপলে কি হবে।
- প্রিপেইড মিটারে কিভাবে টাকা রিচার্জ করতে হবে।
- প্রিপেইড মিটারে ব্যালেন্স দেখার কোড
- প্রিপেইড মিটারে কিভাবে ইমার্জেন্সি ব্যালেন্স কোড
- প্রিপেইড মিটারে ব্যবহার করা ইউনিট দেখার কোড
- প্রিপেইড মিটারে বর্তমানে কত লোড চলছে।
- প্রিপেইড মিটার বিতরণকারী কোম্পানির হেল্প লাইন নাম্বার।
শেষ কথা
আজকে আমরা জানলাম বাংলাদেশে বিতরণকারী বিভিন্ন বিদ্যুৎ প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার (Prepaid meter helpline number) গুলোর সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে জানাবেন।
FAQ
ডেসকো প্রিপেইড হেল্প লাইন নাম্বার কত?
ডেসকো প্রিপেইড হেল্প লাইন নাম্বার ১৬১২০।
নেসকো প্রিপেইড হেল্প লাইন নাম্বার কত?
নেসকো প্রিপেইড হেল্প লাইন নাম্বার ১৬৬০৩।
ডিপিডিসি প্রিপেইড হেল্প লাইন নাম্বার কত?
ডিপিডিসি প্রিপেইড হেল্প লাইন নাম্বার ১৬১১৬।
বিপিডিবি প্রিপেইড হেল্প লাইন নাম্বার কত?
বিপিডিবি প্রিপেইড হেল্প লাইন নাম্বার ১৬২০০।
বিআরইবি প্রিপেইড হেল্প লাইন নাম্বার কত?
বিআরইবি প্রিপেইড হেল্প লাইন নাম্বার ০১৭৯২-৬২৩৪৬৭