কানাডায় কোন কাজের চাহিদা বেশি জানুন ২০২৪
আপনারা যারা বাংলাদেশ থেকে নতুন করে কাজের উদ্দেশ্য কানাডা যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং কানাডা বেতন কত?
বর্তমানে বাংলাদেশ থেকে বহু কর্মী ভালো বেতনে চাকরি করার জন্য কানাডা যাচ্ছেন। কানাডা যাওয়ার জন্য অনেক গুলো ভিসা ক্যাটাগরি রয়েছে। আপনার যে কাজে দক্ষতা আছে উক্ত ক্যাটাগরির ভিসায় কানাডা যেতে পারবেন।
কানাডা উন্নত দেশ হিসাবে সেখানে কাজের লোকের সংখ্যা অনেক কম। এজন্য কানাডা সরকার বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী আমদানি করে।
কানাডায় কোন কাজের চাহিদা বেশি ২০২৪
কানাডা যে সকল কাজের চাহিদা বেশি উক্ত কাজ গুলো নিচে উল্লেখ করা হয়েছে,
- নির্মাণ শ্রমিক
- হোটেল বয়
- পরিবহন চালানো
- গুদামজাতকরণ
- স্বাস্থ্যসেবা
- খাদ্য পরিসেবা
- বাসস্থান শ্রমিক
- খুচরা বা রিটেইল বাণিজ্য
- ওয়েল্ডিং এর কাজ
- শিল্পখাতে বিভিন্ন সেবা
- ফিন্যান্স ম্যানেজার
- গ্রাফিক্স ডিজাইন
- মার্কেটিং ম্যানেজার
- ওয়েব ডিজাইন
উপরে উল্লেখ করা কাজ গুলো কানাডায় বর্তমানে চাহিদা সম্পূর্ণ কাজ। তাছাড়া এই কাজে দক্ষতা নিয়ে কানাডা গেলে ভালো পরিমানে বেতন পাবেন।
কানাডা বেতন কত ২০২৪
প্রতিটি দেশে তাদের নিজস্ব শ্রম আইন অনুযায়ী একটি নিদিষ্ট বেতন কাঠামো নিধারণ করা হয়। একই ভাবে কানাডা সরকার তাদের শ্রমিকদের জন্য বেতন নিধারণ করেছে।
কানাডাতে তাদের শ্রমিকদের বেতন সর্বনিন্ম প্রতি ঘন্টা ১৫ থেকে ২০ ডলার এর মধ্যে। তাছাড়া কাজের উপর এবং দক্ষতার উপর বেতন নিধারণ করা হয়।
কানাডা সরকারের আইন অনুযায়ী তাদের শ্রমিকদের বেতন প্রদান করতে হবে। কোনো কোম্পানি তার শ্রমিকদের ইচ্ছে মতো বেতন দিতে পারবে না।
তবে, কানাডায় শ্রমিকদের বেতন সাধারণত ৪৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা হয়ে থাকে। এছাড়া কাজের দক্ষতা থাকলে বেতন আরো বৃদ্ধি পাবে।
কানাডা ভিসা খরচ কত ২০২৪
কানাডা যেতে কত টাকা লাগে বা কানাডা ভিসা খরচ ৮ থেকে ১০ লক্ষ টাকা। তবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনি কোন ক্যাটাগরির ভিসায় কানাডা যাবেন তার উপর।
যেমন কানাডা স্টুডেন্ট ভিসা খরচ ৫ লক্ষ টাকা, কানাডা কৃষি ভিসা খরচ ৭ লক্ষ টাকা, কানাডা টুরিস্ট ভিসা খরচ ৪ লক্ষ টাকা, কানাডা কাজের ভিসা বা কানাডা ওয়ার্ক পারমিট ভিসা খরচ ৮ থেকে ১০ লক্ষ টাকা।
মোট কথা কানাডা একেক ক্যাটাগরির ভিসায় একেক রকমের খরচ হয়ে থাকে।
কানাডা যেতে কি কি কাগজপত্র লাগে ২০২৪
বাংলাদেশ থেকে কানাডা যেতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে নিচে উল্লেখ করা হয়েছে,
- বৈধ পাসপোর্ট যার মেয়াদ সর্বনিন্ম ৬ মাস থাকতে হবে।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- জাতীয় পরিচয়পত্র এর কপি।
- কাজের দক্ষতার সার্টিফিকেট।
- ব্যাংক স্টেটমেন্ট এর কপি।
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট।
- করোনা ভাইরাসের টিকা কর্ড।
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বনিন্ম ৪ পয়েন্ট এবং IELTS পরিক্ষায় ৬ পয়েন্ট (স্টুডেন্ট ভিসার জন্য)।
শেষ কথা
আজকে আমরা জানলাম কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং কানাডা বেতন কত টাকা সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন।
FAQ
কানাডায় কি কাজের চাহিদা বেশি?
কানাডায় স্বাস্থ্যসেবা, খাদ্য পরিসেবা, শিল্পখাত, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, গুদামজাতকরণ, বাসস্থান, খুচরা বা রিটেইল বাণিজ্য, হোটেল বয়, ওয়েব ডিজাইন, ফিন্যান্স ম্যানেজার গ্রাফিক্স ডিজাইন সহ আরো বিভিন্ন কাজের চাহিদা বেশি।
কানাডায় সর্বনিন্ম বেতন কত?
কানাডায় শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে প্রতি ঘন্টা প্রায় ১৫ থেকে ২০ কানাডা ডলার (বাংলাদেশী টাকায় ১৫০০ থেকে ২০০০ টাকা)।
কানাডায় যেতে আইইএলটিএস (IELTS) স্কোর কত লাগে?
কানাডায় যেতে অবশ্যই আপনার আইইএলটিএস (IELTS) স্কোর সর্বনিন্ম ৬ হতে হবে। এর কম স্কোর হলে আপনি কানাডা ভিসা আবেদন করতে পারবেন না।
অনেককিছু জানতে পাললাম ভালো লাগলো।
Thanks
কোন প্রদেশে upvc doors windows এর কাজ বেশি পাওয়া যায় এবং তাকা খাওয়ার জন্য ব্যবস্থা কেমন হবে জানাবেন , দয়া করে ।
Assa