পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম

আপনারা যারা মালয়েশিয়া যেতে চান এবং হাতে ভিসা পেয়েছেন তারা প্রতরণা এড়াতে অবশ্যই মালয়েশিয়া ভিসা চেক করুন। জানুন পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া কলিং ভিসা, ওয়ার্কার ভিসা, ই ভিসা চেক করার নিয়ম খুব সহজ। মালয়েশিয়া ভিসা চেক করার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিসাটি বৈধ কিনা।

অনলাইনের মাধ্যমে সকল দেশের ভিসা চেক করার আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। আপনি যদি মালয়েশিয়া ভিসা হাতে পেয়ে থাকেন তাহলে আপনার উচিত Malaysia Immigration Website থেকে ভিসাটি চেক করে নেওয়া।

ভিসা চেক না করলে আপনি প্রতারিত হতে পারেন এবং ভবিষ্যতে বিপদে পড়ে যেতে পারেন। তাই আজকের আর্টিকেলে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার ভিন্ন ভিন্ন নিয়ম দেখাবো।

যে নিয়ম গুলো অনুসারণ করে আপনারা মালয়েশিয়া সকল ভিসা গুলো সহজে চেক করে দেখতে পারবেন। আশাকরি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। 

মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম (Malaysia visa check)

অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য এই https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?lang=en ওয়েবসাইট ভিজিট করুন। এরপর Application Number লিখে Search অপশনে ক্লিক করলে ভিসার তথ্য পেয়ে যাবেন।

এছাড়া আপনি যদি মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে চান তাহলে কলিং ভিসার পাতায় কোম্পানির রেজিষ্ট্রেশন নাম্বার দেওয়া থাকে উক্ত Company Registration No লিখে Search অপশনে ক্লিক করলে কলিং ভিসার তথ্য পেয়ে যাবেন।

মালয়েশিয়া কলিং ভিসা চেক

মালয়েশিয়া কলিং ভিসা চেক করার জন্য ভিজিট করুন এই https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?lang=en লিংকে। এরপর আপনার মালয়েশিয়া কলিং ভিসার পেপারে থাকা কোম্পানি রেজিষ্ট্রেশন নাম্বার (যেমন 123456-V) লিখে সার্চ করুন। উক্ত কোম্পানিতে আবেদন করা সকল ব্যাক্তিদের নাম এবং পাসপোর্টের তালিকা পেয়ে যাবেন। এই তালিকা থেকে আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার খুঁজে ভিসা চেক করুন।

এছাড়া আরো ৩টি উপায় মালয়েশিয়া ভিসা চেক করতে পারবেন। যেমন,

  1. পাসপোর্ট নাম্বার দিয়ে
  2. অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে
  3. কোম্পানি রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করুন এই https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus লিংকে। এরপর আপনার পাসপোর্ট নাম্বার ও দেশ সিলেক্ট করে Carian অপশনে ক্লিক করুন। আপনি তথ্য সঠিক থাকলে নাম, পাসপোর্ট নাম্বার এবং ভিসার স্ট্যটাস দেখতে পাবেন।

উপরে ওয়েবসাইটের সব কিছু মালয়েশিয়া ভাষায় লেখা থাকবে। আপনার যদি বুঝতে সমস্যা হয় তাহলে https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus?lang=en এই লিংক করে ইংরেজি ভাষা করে নিতে পারবেন।

অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করুন এই https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?lang=en লিংকে। এরপর Application Number লিখে নিচে থাকা Search অপশনে ক্লিক করলে ভিসার তথ্য দেখতে পাবেন।

কোম্পানি রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

কোম্পানি রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://eservices.imi.gov.my/myimms/PRAStatus?lang=en এই লিংকে। এরপর আপনার Company Registration No লিখে Search অপশনে ক্লিক করলে কোম্পানিতে অন্তর্ভুক্ত সকল কর্মীদের তালিকা দেখতে পাবেন।

তারপর তালিকা থেকে আপনার পাসপোর্ট নাম্বার এবং নাম অনুযায়ী আপনার ভিসার স্ট্যটাস চেক করতে পারবেন।

মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম

মালয়েশিয়া ই ভিসা চেক করার ভিজিট করুন Malaysia visa check এই লিংকে। এরপর আপনার Passport Number, Sticker Number লিখুন। এবার নিচের ছবিতে ক্যাপচা কোডটি Answer বক্সে লিখুন। শেষে I have obtained my eVISA (আমি ইতিমধ্যে ই ভিসা পেয়েছি) অপশনে টিক চিহ্ন দিয়ে CHECK অপশনে ক্লিক করলে আপনার ই ভিসার সকল তথ্য দেখতে পাবেন।

কেন ভিসা চেক করা জরুরি

বর্তমানে বিদেশ যাওয়ার ব্যাপারে দেশে প্রচুর দালান রয়েছে। যারা আপনার সাথে প্রতারণা করে  পাসপোর্টের উপর নকল ভিসা লাগিয়ে দিতে পারে।

তাছাড়া আপনি যে দেশের কোম্পানিতে যাচ্ছেন উক্ত কোম্পানিতে আপনার কাজ কি, কত দিন কাজ করতে পারবেন, কত টাকা বেতন পাবেন সব কিছু ভিসার মাধ্যমে চেক করে জেনে নিতে পারবেন৷

আপনি যদি দালাল চক্রের কাছ থেকে নকল ভিসা নিয়ে বিদেশ যান সেখানে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়বেন। তাই আপনারা যেই দেশে যাবেন ভিসা হাতে পাওয়ার আগে অবশ্যই ভিসা চেক করে নিবেন।

মালয়েশিয়া ভিসা স্ট্যাটাসের অর্থ এবং বাংলা ব্যাখ্যা

মালয়েশিয়া ভাষায়ইংরেজি ভাষায়বাংলা ব্যাখ্যা
Permohonan diterimaApplication Receivedআবেদন গ্রহণ হয়েছে
TolakRejectআবেদন প্রত্যাখান করা হয়েছে
BatalCancelআবেদন বাতিল করা হয়েছে
TangguhPostponeমালয়েশিয়া ইমিগ্রেশন আবেদন স্থাগিত করেছে
CetakPrintস্টিকার প্রিন্ট করা হয়েছে
BayarPayআবেদন ফি প্রদান করা হয়েছে
BaruNewআবেদন গ্রহণ করা হয়েছে, ইমিগ্রেশন দ্বারা প্রক্রিয়া করা হচ্ছে
LulusApproveআবেদন মালয়েশিয়া ইমিগ্রেশন দ্বারা অনুমোদিত হয়েছে
মালয়েশিয়া ভিসা স্ট্যাটাসের অর্থ এবং বাংলা ব্যাখ্যা

শেষ কথা

আজকে আমরা জানলাম পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম। উপরে উল্লেখ করা পদ্ধতিতে মালয়েশিয়া ভিসা, কলিং ভিসা, ওয়ার্কার ভিসা এবং ই ভিসা চেক করতে পারবেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন।

FAQ

কিভাবে মালয়েশিয়া ভিসা চেক করতে হয়?

মালয়েশিয়া ভিসা চেক করার জন্য ভিজিট করুন eservices.imi.gov.my এই ওয়েবসাইট। এরপর আপনার অ্যাপ্লিকেশন নম্বর লিখে সার্চ করলে ভিসা চেক করতে পারবেন।

মালয়েশিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম?

মালয়েশিয়া ওয়ার্ক পারমিট চেক করার জন্য প্রবাসী পরিষেবা বিভাগের হোম পেজে গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটান অপশনে ক্লিক করুন। এরপর কোম্পানির নিবন্ধন নম্বর এবং আপনার পাসপোর্ট নাম্বার লিখে ক্যাপচা কোড পূরণ করে সার্চ করলে ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন।

মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২৩?

বর্তমানে বাংলাদেশ থেকে ২০২৩ সালে মালয়েশিয়া ভিসা চালু রয়েছে। আপনারা চাইলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারবেন।

মালয়েশিয়া সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *