অনলাইনে কাতার ভিসা চেক করার নিয়ম (Qatar visa check online)
আপনারা যারা কাতার যেতে যান এবং ভিসা করেছেন তারা অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক (Qatar visa check online) করার নিয়ম জানুন।
আমি আগেই বলেছি অনলাইনের মাধ্যমে সকল দেশের ভিসা চেক করে দেখা যায়। তাই আপনারা যারা বিদেশ যাবেন এবং ভিসা করেছেন তারা অবশ্যই ভিসা চেক করে নিবেন।
ভিসা চেক করার ফলে সহজে বুঝতে পারবেন আপনার ভিসা আসল নাকি নকল। অনেক অসাধু লোক আছে যারা আপনাকে ভুয়া ভিসা দিয়ে থাকে।
তাই বিদেশে যাওয়ার আগে ভিসা চেক করার প্রয়োজন আছে। কিন্তু, আমাদের মধ্যে অনেকে আছেন যারা জানে না কিভাবে ভিসা চেক করতে হবে।
এই সামান্য বিষয় না জানার জন্য তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি নিজে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভিসা চেক করে দেখতে পারবেন।
তাহলে চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে হবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম (qatar visa check online by passport number)
আপনার মোবাইল বা কম্পিউটার থেকে কাতারের ভিসা চেক করার জন্য moi qatar visa check এই লিংকে যান। এখানে আপনি পাসপোর্ট নাম্বার সিলেক্ট করে Passport Number লিখুন এবং Nationality – Bangladesh সিলেক্ট করুন। এবার ক্যাপচা কোড পূ্রন করে Submit অপশনে ক্লিক করলে ভিসা চেক করে দেখতে পারবেন।
অনলাইনে কাতার ভিসা চেক করার নিয়ম (Qatar visa check online)
Moi qatar visa check করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং Qatar visa check online এই লিংকে যান।
নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে। এখান থেকে Passport Number অপশন সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার লিখুন। Nationality অপশনে Bangladesh সিলেক্ট করুন। শেষে ছবির সংখ্যা ক্যাপচা সঠিক ভাবে লিখে Submit অপশনে ক্লিক করলে ভিসা চেক করতে পারবেন।
কাতার ভিসা বাংলা অনুবাদ করার নিয়ম
কাতার ভিসার কিছু কিছু জায়গায় আরবিতে লেখা থাকে। যেমন Sponsor নাম, ভিসার ধরন ইত্যাদি।
আপনি এই আরবি লেখা গুলো কপি করে Google Translator এর মাধ্যমে বাংলা বা ইংরেজিতে অনুবাদ করে নিতে পারবেন।
আরবি ভাষা থেকে বাংলা বা ইংরেজিতে অনুবাদ করার জন্য Arbe to bangla লিখে গুগল সার্চ করলে অনুবাদ করার উপায় পেয়ে যাবেন।
আরবি লেখা গুলো কপি করে এখানে পেষ্ট করলে পাশে বাংলাতে অনুবাদ দেখতে পাবেন।
ভিসা চেক করার সতর্কতা
- আপনি যদি মোবাইলে moi qatar visa check করতে চান সরাসরি ভিসা চেক করার লিংকে প্রবেশ করুন।
- ভিসা চেক করার সময় ধীরে ধীরে সঠিক ভাবে পাসপোর্ট নাম্বার টাইপ করুন।
- পাসপোর্ট নাম্বার লেখার সময় ইংরেজি বর্ণ (Letter) গুলো অবশ্যই লিখুন।
- সংখ্যা ক্যাপচা গুলো সঠিক ভাবে পূরণ করুন।
শেষ কথা
আজকে আমরা জানলাম অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক (Qatar visa check online) করার সহজ নিয়ম সম্পর্কে।
এই সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্য শেয়ার করবেন।
FAQ (প্রশ্ন উত্তর)
কাতার ভিসা চেক অনলাইন
কাতার ভিসা চেক করার জন্য ভিজিট করুন https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/enquiryandprinting এই লিংকে। এরপর আপনার ভিসা নাম্বার বা পাসপোর্ট নাম্বার যেকোনো একটি সিলেক্ট করুন। এরপর Nationality বাংলাদেশ সিলেক্ট করে নিচের সংখ্যা ক্যাপচা লিখুন। শেষে Sumit অপশনে ক্লিক করলে কাতার ভিসা চেক করতে পারবেন।
কাতার ভিসা চেক করার লিংক কোনটি?
অনলাইনে কাতার ভিসা ভিসা চেক করার লিংক বা ওয়েবসাইট হলো – https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/visaservices/enquiryandprinting
অনলাইনে কাতার ভিসা চেক করতে কি কি লাগে?
অনলাইনে পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন। পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার যেকোনো একটি দিয়ে কাতার ভিসা চেক করা যায়।