জাপানে সর্বনিম্ন বেতন কত ২০২৪ | Minimun salary in japan

জানুন জাপানে সর্বনিম্ন বেতন কত টাকা, জাপানে কর্মীদের প্রতি ঘন্টা ও মাসিক ন্যূনতম বেতন কত এবং কোন কাজের বেতন কত টাকা সেই সম্পর্কে।

জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। বর্তমান পৃথিবীর উন্নত রাষ্ট্র গুলোর মধ্যে জাপান অন্যতম। জাপান উন্নত রাষ্ট্র হিসাবে বাংলাদেশ, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজার কর্মী কাজের উদ্দেশ্য জাপান যাচ্ছেন।

যারা নতুন কাজের ভিসায় বাংলাদেশ ভারতসহ অন্যান্য দেশ থেকে জাপান আসতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন জাপানে সর্বনিম্ন বেতন কত টাকা।

পূর্ব এশিয়ার উন্নত রাষ্ট্র জাপানে শ্রম আইন ২০১০ অনুযায়ী একজন শ্রমিক কত টাকা বেতন পাবেন সেটা সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে।

জাপানে সর্বনিম্ন বেতন কত ২০২৪ | Minimun salary in japan

২০১০ সালের শ্রম আইন অনুযায়ী জাপানে সর্বনিম্ন বেতন ৯০৫ ইয়েন প্রত্যেক ঘন্টা। যা বাংলাদেশী টাকায় ৬৭০.৯০ টাকা। একজন শ্রমিক দিনে ৮ ঘন্টা ডিউটি করবে। এছাড়া অতিরিক্ত অভার টাইম করতে পারবেন।

তাহলে জাপানে প্রত্যেক দিন একজন শ্রমিকের সর্বনিন্ম বেতন ৫,৩৬৭ টাকা এবং মাসিক হিসাব করলে সর্বনিন্ম বেতন ১৬১,০১০ টাকা।

আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার বেতন বেশি ধরা হবে। আপনারা যারা কাজের ভিসা নিয়ে জাপান যেতে যাচ্ছেন তারা অবশ্যই জাপানি ভাষা এবং কাজে দক্ষতা অর্জন করে যাবেন।

জাপানে কোন কাজের চাহিদা বেশি

আপনারা যারা জাপানে নতুন কাজের উদ্দেশ্য যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন বর্তমানে জাপানে কোন কাজের চাহিদা বেশি বা কোন কোন কাজ শিখে গেলে সহজে কাজ পাওয়া যাবে।

বর্তমানে জাপানে চাহিদা সম্পন্ন কাজের নাম নিচে উল্লেখ করা হয়েছে:

  • মেকানিক্যাল
  • ইলেকট্রনিক 
  • ফ্যাক্টরি
  • কনস্ট্রাকশন
  • কম্পিউটার অপারেটর
  • নার্স
  • ক্লিনার
  • কৃষি কাজ
  • সেলসম্যান
  • হোম ডেলিভারি ম্যান

জাপানে কোন কাজের বেতন বেশি

জাপানে সাধারণত ইলেকট্রনিক, মেকানিক্যাল, কনস্ট্রাকশন, নার্স এবং কম্পিউটার অপারেটর কাজের বেতন জাপানি টাকায় ২৬০,০০০ ইয়েন থেকে ৩২০,০০ ইয়েন পর্যন্ত। যা বাংলাদেশী টাকায় ২০০,০০০ টাকা থেকে ২৫০,০০০ টাকা পর্যন্ত।

সেলসম্যান, হোম ডেলিভারি ম্যান, ক্লিনার, ফ্যাক্টরি এবং কৃষি কাজের বেতন জাপানি টাকায় ১০০,০০০ ইয়ান থেকে ২০০,০০০ ইয়ান পর্যন্ত। যা বাংলাদেশী টাকায় ৭৮,০০০ টাকা থেকে ১৫০,০০০ টাকা পর্যন্ত।

জাপানের ১ ইয়েন সমান কত টাকা

জাপানের ১ ইয়েন সমান বাংলাদেশের ০.৭৪ টাকা। অর্থাৎ জাপানের ১ টাকা সমান বাংলাদেশের ০.৭৪ টাকা।

শেষ কথা

আজকে আমরা জানলাম জাপানে সর্বনিম্ন বেতন কত টাকা, কোন কাজের চাহিদা বেশি এবং কোন কাজের বেতন কত টাকা সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন।

আরো গুরুত্বপূর্ণ তথ্য পড়ুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *