আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম (Albania visa check)
আপনারা যারা বাংলাদেশ থেকে আলবেনিয়া যেতে চাচ্ছেন এবং হাতে ভিসা পেয়েছেন তারা খুব সহজে আলবেনিয়া ভিসা চেক (Albania visa check) করতে পারবেন।
বাংলাদেশ থেকে অনেকে আলবেনিয়া যেতে আগ্রাহী। কিন্ত, বাংলাদেশ থেকে আলবেনিয়া যাওয়ার জন্য ভিসা পাওয়া অনেক কষ্টকর।
তাছাড়া, বর্তমানে আলবেনিয়ার অনেক ফেক ভিসা চলে আসছে। যেগুলো মানুষ চেক করার কোনো মাধ্যম পাচ্ছে না। যার ফলে মানুষ আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।
আলবেনিয়া ভিসা চেক করার জন্য আলবেনিয়া গভমেন্ট বা অন্যান্য কোম্পানি এখনো পর্যন্ত কোনো ওয়েবসাইট তৈরি করেনি যার মাধ্যমে ভিসা চেক করা যাবে।
এর আগের আর্টিকেল আমি সকল দেশের ভিসা চেক করার নিয়ম বলেছি। এর মাধ্যমে উল্লেখ যোগ্য কয়েকটি আর্টিকেলের লিংক নিচে দেওয়া হয়েছে,
- সৌদি ভিসা চেক
- ওমান ভিসা চেক
- মালয়েশিয়া ভিসা চেক
- ইতালি ভিসা চেক
- ইন্ডিয়ান ভিসা চেক
- কাতার ভিসা চেক
- দুবাই ভিসা চেক
- সিঙ্গাপুর ভিসা চেক
- সিঙ্গাপুর ভিসা কত টাকা, বেতন এবং এজেন্টদের লিস্ট
- কুয়েত ভিসা চেক
- রোমানিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম
- বাহরাইন ভিসা চেক
তাহলে চলুন নিচে থেকে জেনে নিবো আলবেনিয়া কাজের ভিসা বা আলবেনিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম সম্পর্কে।
অনলাইনে আলবেনিয়া ভিসা চেক করার নিয়ম (Albania visa check online)
আলবেনিয়া কাজের ভিসা চেক করার জন্য আপনার মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।
এবার গুগলে সার্চ ইঞ্জিনে টাইপ করুন Albania visa check এবং ইন্টার করুন। নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।
Track application – e-visa এই লিংকে ক্লিক করলে আপনাক আলবেনিয়া কাজের ভিসা চেক করার ওয়েবসাইট নিয়ে যাওয়া হবে।
এখানে আপনার Tracking number লিখে Track অপশনে ক্লিক করলে ভিসার তথ্য জানতে পারবেন।
আলবেনিয়া ওয়ার্ক পারমিট চেক করার নিয়ম (১০০% কার্যকারী)
উপরে বলা নিয়মে যদি আপনি ভিসা চেক করতে না পারেন তাহলে এই নিয়ম অবশ্যই ফলো করুন।
আলবেনিয়া ওয়ার্ক পারমিট চেক করার জন্য আমি আলবেনিয়া গভমেন্টের একটি ইমেইল দিচ্ছে। এই ইমেইল নাম্বারে আপনি নিজের পাসপোর্টের কপি এবং যে ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন তার কপি মেইল করে দিলে ৪-৫ দিনের মধ্যে আপনাকে ফিরতে মেইল দিয়ে দিবে যে আপনার ওয়ার্ক পারমিট আসল নাকি নকল।
আলবেনিয়া ওয়ার্ক পারমিট চেক করার ইমেইল নম্বর – kontakt@akpa.gov.al
আলবেনিয়া ভিসা আপডেট ২০২৩
আপনারা যারা ইউরোপের দেশ আলবেনিয়া যেতে যাচ্ছেন তারা খুব সহজে যেতে পারবেন। কয়েক বছর আগে আলবেনিয়া ভিসা পাওয়া বেশ কঠিন ছিলো কিন্ত বর্তমানে বাংলাদেশীরা সহজে আলবেনিয়া ভিসা পাচ্ছেন।
অনেক বাংলাদেশী প্রথমে আলবেনিয়া গিয়ে পরে সেখান থেকে ইউরোপের অন্যান্য দেশ গুলোতে চলে যাচ্ছেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম অনলাইনে আলবেনিয়া কাজের ভিসা চেক (albania work visa check) করার নিয়ম সম্পর্কে। আমার পরামর্শ হলো আপনারা যারা আলবেনিয়া যাবেন তারা অবশ্যই ভিসা বা ওয়ার্ক পারমিট চেক করে নিবেন।
উক্ত ইমেইল নাম্বারে পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট এর কপি ইমেইল করে পাঠিয়ে দিলে ৪-৫ দিনের মধ্যে আপনাকে ফিরতে মেইলে জানিয়ে দেওয়া হবে আসল নাকি নকল।
এই আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।