রোমানিয়া থেকে ইতালি কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে
বাংলাদেশ থেকে যেসকল প্রবাসীরা রোমানিয়া থাকে তাদের মধ্যে অনেকে রোমানিয়া থেকে ইতালি যেতে আগ্রহী। তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন রোমানিয়া থেকে ইতালি কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে।
বর্তমানে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপের দেশ রোমানিয়া থাকেন। যদিও রোমানিয়া ইউরোপের একটি সুন্দর দেশ কিন্তু রোমানিয়া থেকে বহু মানুষ ইতালি যেতে চাচ্ছেন।
যারা রোমানিয়া তো ইতালি যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন রোমানিয়া থেকে ইতালি কত কিলোমিটার, রোমানিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে এবং রোমানিয়া থেকে ইতালি কিভাবে যায়।
আজকের আর্টিকেলে রোমানিয়া টু ইতালি কত কিলোমিটার এবং বিমানে যেতে কত সময় লাগে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
রোমানিয়া থেকে ইতালি কত কিলোমিটার
রোমানিয়া থেকে ইতালি দূরত্ব 1,860 কিলোমিটার। মিটার হিসাবে 627 মিটার, মাইল হিসাবে 1156.1 মাইল এবং বর্গ মাইল হিসাবে 92,000 বর্গ মাইল।
রোমানিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে
রোমানিয়া থেকে ইতালি বিমানে যেতে 18 ঘন্ট 27 মিনিট সময় লাগে। রোমানিয়া থেকে ইতালি বিমানে সরাসরি যাওয়া যাবে না। আপনাকে হাঙ্গেরি এয়েরপোর্টে বিশ্রম নিয়ে তারপর ইতালিতে যেতে হবে।
রোমানিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে
রোমানিয়া থেকে ইতালি যারা বৈধ ভাবে যেতে চাচ্ছেন তাদের ৩ হাজার ৫০০ ইউরো অর্থাৎ বাংলাদেশী টাকায় প্রায় ৪০৭১৬৭ টাকা লাগবে।
আবার অনেকে আছেন যারা রোমানিয়া থেকে ইতালি অবৈধ ভাবে দালানের মাধ্যমে কন্টাক্ট করে যায়। তাদের কন্টাক্ট কত টাকা থাকে সেটা বলা সম্ভব না।
তবে, আমার পরামর্শ আপনারা কেউ রোমানিয়া থেকে ইতালি অবৈধ পথে দালালের মাধ্যমে যাবেন না। অনেক এজেন্সি রয়েছে তাদের সাথো যোগাযোগ করে বৈধ ভাবে ইতালি যাবেন।
রোমানিয়া থেকে ইতালি কিভাবে যায়
অনেক বাংলাদেশী প্রবাসী রোমানিয়া থেকে ইতালি যেতে চাচ্ছেন। রোমানিয়া থেকে ইতালি বৈধ এবং অবৈধ দুই ভাবে যাওয়া যায়। যারা অবৈধ ভাবে যায় তারা পুলিশের কাছে ধরা পরে জরিমানা দিয়ে দেশে ফিরতে হয়।
বাংলাদেশী প্রবাসী যারা রোমানিয়া আছেন তারা কিভাবে রোমানিয়া থেকে ইতালি বৈধ ভাবে যাবেন উক্ত বিষয়ে নিচে আলোচনা করা হয়েছে।
- কমপক্ষে রোমানিয়াতে ১ বছর কাজ করতে হবে।
- যে কোম্পানিতে কাজ করেন উক্ত কোম্পানির এনওসি (NOC) সার্টিফিকেট থাকলে হবে।
- পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ থেকে ১ মাস থাকতে হবে।
- ইংরেজিতে কথা বলায় দক্ষ হতে হবে।
- বৈধ পাসপোর্ট থাকতে হবে।
- ভালো কোয়ালিটির সিভি (CV) তৈরি করতে হবে।
শেষ কথা
আজকে আমরা জানলাম রোমানিয়া থেকে ইতালি কত কিলোমিটার, যেতে কত সময় লাগে, কত টাকা লাগে এবং কিভাবে যায় সেই সম্পর্কে। এই বিষয় প্রশ্ন থাকতে কমেন্টে লিখে জানাবেন।
রোমানিয়া টু ইতালি FAQ
রোমানিয়া থেকে ইতালি যেতে কি ভিসা লাগে?
রোমানিয়া যদিও ইউরোপের দেশ কিন্তু রোমানিয়া এখনো সেনজন ভুক্ত দেশের আওতায় আসেনি। তাই রোমানিয়া থেকে ইতালি যেতে অবশ্যই ভিসা লাগে। যদি সেনজন ভুক্ত দেশ হয়ে যায় তাহলে ভিসা লাগবে না।
রোমানিয়া টু ইতালি কত দূর?
রোমানিয়া টু ইতালি দূরত্ব ১,৮৬০ কিলোমিটার। বিমানে যেতে সময় লাগে ১৮ ঘন্টা ২৭ মিনিট।
রোমানিয়া থেকে ইতালি সময়ের পার্থক্য কত?
রোমানিয়া থেকে ইতালি সময়ের পার্থক্য ১ ঘন্টা। রোমানিয়াতে যখন 08:30 PM তখন ইতালিতে 09:30 PM.