কানাডায় সর্বনিম্ন বেতন কত ২০২৪ | Minimum wage in canada

আপনারা যারা কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন কানাডায় সর্বনিম্ন বেতন কত?

কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি দেশ। অর্থনৈতিক দিক থেকে কানাডা অনেক উন্নত। কানাডা সরকার প্রত্যেক বছর বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ লাখের বেশি কর্মী বিভিন্ন কাজের জন্য নিয়োগ দেয়।

আপনারা যারা নতুন কাজের উদ্দেশ্যে কানাডা যেতে চাচ্ছেন তাদের প্রশ্ন কানাডায় সর্বনিম্ন বেতন কত অর্থাৎ কানাডায় সর্বনিন্ম মজুরি কত? চলুন নিচে থেকে জেনে আসি।

কানাডায় সর্বনিম্ন বেতন কত ২০২৪ | Minimum wage in canada

কানাডা উন্নত দেশ হিসাবে সকল কর্মীদের সর্বনিন্ম বেতন সরকার কতৃক নির্ধারণ করা হয়। যাতে কানাডার সকল মানুষরা সহজে জীবন যাপন করতে পারে।

কানাডায় দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল রয়েছে। প্রত্যেক প্রদেশ ও অঞ্চলে আলাদা আলাদা বেতন নির্ধারণ করা রয়েছে। এই বেতন গুলো ঘন্টা চুক্তিতে নির্ধারণ করা হয়।

কানাডায় বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে সর্বনিম্ন বেতন কত নিচে উল্লেখ করা হয়েছে-

কানাডায় প্রদেশসর্বনিন্ম বেতন প্রতি ঘন্টা (কানাডা ডলার)বাংলাদেশী টাকা
অন্টারিও15.50$1,244.89
ব্রিটিশ কলাম্বিয়া15.65$1,256.94
আলবার্তা15$1,204.73
সাচকাচুয়ান13$1,044.10
প্রিন্স এডওয়ার্ড দ্বীপ13.70$1,100.32
নোভা স্কশিয়া13.35$1,072.21
মেনিটোবা12.35$991.89
নিউ ব্রুনসউইক13.75$1,104.34
নিউফাউন্ডল্যান্ড এন্ড ল্যাব্রাডার13.20$1,060.16
কেবেক14.25$1,144.49
কানাডায় বিভিন্ন প্রদেশ সর্বনিন্ম বেতন প্রতি ঘন্টা

কানাডার ৩টি অঞ্চলের সর্বনিম্ন বেতন নিচে উল্লেখ করা হয়েছে-

কানাডার অঞ্চলসর্বনিন্ম বেতন প্রতি ঘন্টা (কানাডা ডলার)বাংলাদেশী টাকা
য়ুকন15.70$1,260.95
নুনাভাট16$1,285.05
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য15.20$1,220.79
কানাডার ৩টি অঞ্চলের সর্বনিম্ন বেতন প্রতি ঘন্টা

কানাডায় মাসিক বেতন কত ২০২৪

কানাডায় কর্মীদের বেতন দেওয়া হয় ঘন্টা চুক্তি হিসাব করে। বিভিন্ন কাজের উপর ভিত্তি করে তাদের বেতন প্রতি ঘন্টা ১২ ডলার থেকে ১৬ ডলার পর্যন্ত দেওয়া হয়।

এক মাসে আপনি কত ঘন্টা কাজ করছেন উক্ত ঘন্টা হিসাব করে মাসিক বেতন প্রদান করা হবে। মনে করেন আপনি প্রতিদিন ৫ ঘন্টা কাজ করে এবং প্রতি ঘন্টা বেতন ১২ ডলার। তাহলে মাস শেষে উক্ত বেতন হিসাব করে আপনাকে বেতন প্রদান করা হবে।

শেষ কথা

আজকে আমরা জানলাম কানাডায় সর্বনিম্ন বেতন কত। সেই সম্পর্কে। এই বিষয় কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।

FAQ

কানাডার কোন প্রদেশে সর্বনিন্ম বেতন বেশি?

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে সর্বনিন্ম বেতন ১৫.৬৫ ডলার। যা বাংলাদেশে ১,২৫৬.৯৪ টাকা।

২০২৩ সালে আলবার্টায় সর্বনিন্ম মজুরি কত?

২০২৩ সালে কানাডার আলবার্টায় প্রদেশে সর্বনিন্ম মজুরি ১৫ ডলার। যা বাংলাদেশে ১,২০৪.৭৩ টাকা।

কানাডা সম্পর্কে আরো তথ্য পড়ুন

Similar Posts

8 Comments

  1. আসসালামু আলাইকুম ভাই আমি কানাডায় যেতে চাই কিভাবে যাব কত টাকা লাগবে খরচ কতদিন প্রসেসিং টাইম

    1. বাংলাদেশ থেকে সরকারি ভাবে কানাডা যাওয়ার যায়। এতে আপনার খরচ কম হবে কিন্তু সময় একটি বেশি লাগবে। এর জন্য প্রবাসী কল্যাণ মন্ত্ররলায়ের মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ

      1. স্টুডেন্ট ভিসা মাস্টার্স প্রোগ্রাম কিভাবে যাওয়া যায় একটু হেল্প করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *